- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১১, ২০২৪
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ে ফিরল রিয়েল মাদ্রিদ, টানা ৬ ম্যাচে জয় লিভারপুলের

পরপর ২ ম্যাচে হার। পরের পর্বে যেতে পারবে তো রিয়েল মাদ্রিদ? স্পেনের এই ক্লাবকে নিয়ে ক্রমশ আশঙ্কা দানা বাঁধছিল। সমর্থকদের আশঙ্কা উড়িয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল কার্লো আনসেলত্তির দল। ইতালির আটলান্টার বিরুদ্ধে ৩–২ ব্যবধানে জিতে আবার জয়ের সরণিতে রিয়েল। অন্যদিকে, গোলের উৎসব বায়ার্ন মিউনিখের। ৫–১ ব্যবধানে হারিয়েছে ইউক্রেনের শাখতার দোনেৎস্ককে। অস্ট্রিয়ার সাল্জবার্গের বিরুদ্ধে ৩–০ ব্যবধানে জিতেছে পিএসজি। জিরোনাকে ১–০ ব্যবধানে হারিয়ে টানা ৬টি জয় তুলে নিয়েছে লিভারপুল।
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দারুণ সুনাম আছে রিয়েল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগে টানা দু’ম্যাচ হেরে কোনঠাসা হয়ে পড়েছিল। আটলান্টার বিরুদ্ধে প্রত্যাবর্তন। জিতলেও এদিন অবশ্য খুব একটা ভাল খেলতে পারেনি রিয়েল। যদিও ১০ মিনিটেই ব্রাহিম দিয়াজের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগে এটি তাঁর ৫০তম গোল। গোল করলেও এদিন বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি এই ফরাসি তারকা। ৩৬ মিনিটে উরুতে চোট পেয়ে বেরিয়ে যান। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে আটলান্টাকে সমতায় ফেরান চার্লস ডি কেটেলায়ের।
দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ৫৬ মিনিটে গোল করে রিয়েলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন। ৩ মিনিট পর তাঁর পাস থেকে ৩–১ করেন জুড বেলিংহাম। এরপর মরিয়া ওঠে ওঠে আটলান্টা। ৬৫ মিনিটে আদেমোলা লুকমানের গোলে ব্যবধান কমায়। ম্যাচের ইনজুরি সময়ে পরিবর্ত হিসেবে মাঠে নামা মাতেও রেতেগির শট বার ছুঁয়ে বেরিয়ে না গেলে এদিনও জয়ের মুখ দেখতে পেত না রিয়েল। আটলান্টাকে হারিয়ে লিগ টেবিলে ১৮ নম্বরে উঠে এল কার্লো আনসেলত্তির দল।
অন্য ম্যাচে, বায়ার্ন মিউনিখ ইউক্রেনের শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও ৫–১ ব্যবধানে জয় তুলে নিয়েছে। বায়ার্নের হয়ে গোলগুলি করেন মাইকেল ওলিয়ে ২টি, কনরাড লেইমার, টমাস মুলার ও জামাল মুসিয়ালা ১টি করে। অস্ট্রিয়ান সাল্জবুর্গের বিপক্ষে পিএসজি ৩–০ ব্যবধানে জিতেছে। পিএসজি–র হয়ে গোলগুলি করেন গনকালো র্যামোস, নুনো মেন্ডেজ ও ডেজায়ার ডুয়ে। মহম্মদ সালার পেনাল্টি গোলে জিরোনাকে ১–০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। এবছর চ্যাম্পিয়ন্স লিগের এই নিয়ে ৬ ম্যাচেই জিতল আর্নে স্লটের দল। এখনো পর্যন্ত সব ম্যাচ জিতে সবার আগে নকআউট পর্বও নিশ্চিত করে ফেলল লিভারপুল।
❤ Support Us