- এই মুহূর্তে দে । শ
- জুন ১১, ২০২৪
ফলপ্রকাশের বিলম্বে আর নষ্ট হবে না শিক্ষাবর্ষ, উচ্চশিক্ষায় ভরতি নিয়ে ইউজিসির নয়া নির্দেশিকা

এখন থেকে বছরে দুবার ভর্তি নিতে পারবে বিশ্ববিদ্যালয়গুলি। ঠিক যেভাবে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলি বছরে দুবার ভর্তি নেয়, এ দেশে সে পদাঙ্ক অনুসরণ করতে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। আজ এ কথা জানিয়েছেন ইউজিসির সভাপতি জগদীশ কুমার।
চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জুলাই-ফেব্রুয়ারি ও জানুয়ারি-ফেব্রুয়ারি এই দুই সেশনে ভর্তি নেওয়ার কথা জানিয়েছে তারা । জগদীশ কুমার জানিয়েছেন যে, দেশি বিশ্ববিদ্যালয়গুলি বছরে দুবার ভর্তি নিলে বহু শিক্ষার্থী এতে উপকৃত হবে। যে সমস্ত শিক্ষার্থীরা বোর্ডের ফলপ্রকাশের বিলম্ব, স্বাস্থ্যজনিত সমস্যা ও ব্যক্তিগত কারণে জুলাই- আগস্টের সেশনে ভর্তি হতে পারেননা , তাঁদের ক্ষেত্রে এক বছর অপব্যয় হওয়ার সম্ভাবনা থাকলো না। পাশাপাশি তাঁদের মোটিভেশন বজায় থাকবে। উচ্চ শিক্ষা দফতরের নিয়ম অনুযায়ী চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলি একবারই ভর্তি নিতে পারত, তা হত জুলাই আগস্ট সেশনে। যা শেষ হত পরবর্তী মে- জুন মাস নাগাদ। এই পদ্ধতিকে ইউজিসি নামকরণ করেছে, বাই-অ্যানুয়াল অ্যাডমিশন ।
উচ্চশিক্ষা দফতর প্রদত্ত তথ্য অনুসারে, ২০২২সালের জুলাই মাসে মোট ১৯,৭৩,০৫৬ জন ছাত্র-ছাত্রীর নাম নথিভুক্ত হয়েছিল আর ২০২৩সালের জানুয়ারিতে ওডিএল ও অনলাইন প্রোগ্রামগুলিতে অতিরিক্ত ৪,২৮,৮৫৪ জন শিক্ষার্থী যোগদান করেছিল৷ গত ১৫ মে একটি বৈঠকে ইউজিসি বছরে দুবার ভর্তি প্রক্রিয়া চালু করার ব্যাপারে আলাপ আলোচনা চালিয়েছিল।
জগদীশ কুমার আরও জানিয়েছেন, বছরে দুবার ভর্তি প্রক্রিয়া চালু হলে বহুজাতিক বা দেশি দুই সংস্থাগুলির পক্ষে বছরে দুবার ক্যাম্পাসিং করা সম্ভব হবে। যদিও তাঁর দাবি এই প্রক্রিয়াকে মসৃণ করার জন্য আরও উন্নতর পদক্ষেপও গ্রহণ করতে হবে।
❤ Support Us