Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৯, ২০২৪

‌মেয়েদের অনূর্ধ্ব ১৯ সাফ ফাইনালে নজিরবিহীন নাটক, ৫ ঘন্টা পর যুগ্মজয়ী ঘোষণা ভারত–বাংলাদেশকে

আরম্ভ ওয়েব ডেস্ক
‌মেয়েদের অনূর্ধ্ব ১৯ সাফ ফাইনালে নজিরবিহীন নাটক, ৫ ঘন্টা পর যুগ্মজয়ী ঘোষণা ভারত–বাংলাদেশকে

ঘড়ির কাঁটা দশটা পেরিয়ে গেছে। প্রায় আড়াই ঘন্টা অতিক্রান্ত। মেয়েদের অনূর্ধ্ব ১৯ সাফ ফুটবল চ্যাম্পিয়শিপের ফাইনাল ম্যাচের তখনও ফলাফল ঘোষণা হয়নি। দীর্ঘ আলোচনার পর অবশেষে যাবতীয় নাটকের অবসান। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক এসে দুই দলকে যুগ্ম–চ্যাম্পিয়ন ঘোষণা করেন।

মেয়েদের অনূর্ধ্ব ১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ঢাকায় মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। এক নজিরবিহীন ফাইনালের সাক্ষী থেকেছেন ফুটবলপ্রেমীরা। রুদ্ধশ্বাস ম্যাচের ইনজুরি সময়ে সমতা ফেরায় বাংলাদেশ। টাইব্রেকারে ২২টা শট। সেখানেও ড্র। টসের মাধ্যমে ম্যাচের নিস্পত্তির সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। সেখানেও নাটক। টসে ভারত জিতলে তীব্র আপত্তি জানায় বাংলাদেশ। দীর্ঘ আলোচনার পর দুই দলকে যুগ্ম–চ্যাম্পিয়ন ঘোষণা।

এদিন ম্যাচের শুরুতেই ৮ মিনিটে ভারতকে এগিয়ে দিয়েছিলেন শিবানী। এরপর বাংলাদেশ মহিয়া চেষ্টা চালালেও সমতা ফেরাতে পারছিল না। অবশেষে ম্যাচের ইনজুরি সময়ের ৩ মিনিটে সাগরিকার গোলে সমতা ফেরায় বাংলাদেশ। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে দুই দলই ৫টি করে গোল করে। সাডেন ডেথের পর ম্যাচের ফল থাকে ১১–১১।

সাফের নিয়মে আছে, যতক্ষণ না ম্যাচের ফয়সালা হবে, ততক্ষণ টাইব্রেকার চলবে। কিন্তু শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ডি’‌সিলভা জয়াসুরিয়া দিলান টাইব্রেকার বন্ধ করে রেফারিকে ডেকে টস করতে বলেন। রেফারিও দুই দলের অধিনায়ককে টস করতে ডাকেন। টসে জিতে যায় ভারত। এরপর ভারতীয় ফুটবলাররা উল্লাসে মেতে ওঠেন। ম্যাচ কমিশনারের সিদ্ধান্ত মানতে চায়নি বাংলাদেশ। তারা তীব্র প্রতিবাদ জানায়। ম্যাচ কমিশনার নিজের ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন। আবার টাইব্রেকার শুরু করার কথা বলেন। কিন্তু ভারত টাইব্রেকার শুরু করতে চায়নি। ফুটবলাররা মাঠ ছেড়ে চলে যায়। বাংলাদেশ ফুটবলাররা অবশ্য মাঠেই ছিলেন। অবশেষে দীর্ঘ নাটক শেষে ম্যাচ শুরু হও্যয়ার ৫ ঘন্টা পর দুই দলকে জয়ী ঘোষণা করা হয়। এইরকম নজিরবিহীন ঘটনা সাফ ফুটবলে আগে কখনও ঘটেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!