Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ১১, ২০২২

বিস্ময় ! ১১ বছর পর ‘দাঁতের পাটি’ ফিরে পেলেন পল বিশপ ।

আরম্ভ ওয়েব ডেস্ক
বিস্ময় ! ১১ বছর পর ‘দাঁতের পাটি’ ফিরে পেলেন পল বিশপ ।

২০১১ সালে, স্পেনের জনপ্রিয় রিসোর্টে বেড়াতে গিয়ে নকল দাঁতের পাটি হারিয়ে ফেলেছিলেন যুক্তরাজ্যের নাগরিক পল বিশপ। ১১টি বছর পর তাঁর বাড়ির ঠিকানায় দাঁতের পাটি ফেরত পাঠিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। এএফপির প্রতিবেদনে জানা গেছে, ৬৩ বছর বয়সী পল বিশপ বেনিডর্ম রিসোর্ট এলাকায় রাতে ঘুরতে বেরিয়েছিলেন । হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে গিয়ে নকল দাঁতের পাটি হারিয়ে ফেলেন।

পল জানিয়েছেন, ‘সুস্থ হয়ে আমরা যখন অন্য এক গন্তব্যের দিকে রওনা হলাম, তখন আমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে জানতে চাইল, তোমার দাঁত কোথায়?
পরে অনেক খোঁজা-খুঁজির করেও দাঁতের সন্ধান পাইনি। ঘটনার ১১ বছর পর, সম্প্রতি, বিস্ময়করভাবে ইংল্যান্ডের ম্যানচেস্টারে আমার বাসভবনে দাঁতের পাটি ফিরে আসে । স্পেন কর্তৃপক্ষ আবর্জনার স্তূপে ওই দাঁতের পাটি খুঁজে পায় এবং রেকর্ড ঘেঁটে আমার বাড়ির ঠিকানা সংগ্রহ করে পাঠিয়ে দেয়।

১১ বছর আগে হারিয়ে ফেলা নকল দাঁতের পাটি ফিরে পাওয়ার ঘটনায় বিস্মিত বিশপ। তিনি ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!