শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
রুশ-ইউক্রেন যুদ্ধের ১২ মাস পূর্ণ। তবু যুদ্ধ থামেনি। থামার লক্ষণ নেই। আক্রান্ত ইউক্রেন সফর করেছেন জো বাইডেন। তার মানে, সরাসরি ন্যাটো জেলেনেস্কির পাশে দাঁড়াবে।
রাশিয়া কী করবে বোঝা কঠিন। বড়োসড়ো ঝুঁকি নিতে পারেন ক্ষমতামত্ত পুতিন। পরমাণু মিসাইল আক্রমণের সম্মুখীন হতে পারে ইউক্রেন। পশ্চিমি দেশগুলোতে অন্য একটি ধারণা তৈরি হয়েছে, সম্মানজনক শর্তে পিছু হটতে পারে মস্কো ।
এক বছরের যুদ্ধে ক্ষয়ক্ষতি ব্যাপক। দুপক্ষের লক্ষাধিক মানুষ হত-আহত হয়েছেন, ছিন্নমূল লক্ষ লক্ষ। দ্বিতীয় মহাযুদ্ধের পর ইউরোপ এত বড়ো সংকটের সম্মুখীন হয়নি। এত বেশি মানুষ মারা যাননি। কোনো যুদ্ধের কারণে গোটা দুনিয়ার অর্থনীতি এরকম দুর্দশার সম্মুখীন। সঙ্কটের শেষ কোথায় ? রাশিয়ার অস্ত্র সংবরণে না জেলেনেস্কির আত্মসমর্পণে ? শুক্রবার সদর্প ভাষণে ইউক্রেন প্রেসিডেণ্ট বলেছেন, আমাদের জয় নিশ্চিত। এবছরেই তা ঘটবে। বিশ্ব অবাক হয়ে দেখছে, রাষ্ট্রপুঞ্জ ঠুঁটো জগন্নাথ। যুদ্ধ থামাবে, তার এমন শক্তি কোথায় ? জেলেনেস্কির পাশে পূর্ব-পশ্চিম ইউরোপ পুরোপুরি জোটবদ্ধ নয়। রাশিয়াকেও একা লড়তে হচ্ছে। চিন পাশে থেকেও সরাসরি পাশে নেই। দুদেশের সামনে দুর্বিষহ ভবিষ্যৎ। অর্থনীতি পঙ্গু। ফুঁসছে ক্রুদ্ধ বিরুদ্ধ জনমত। হয়তো অচিরে ঝড় তুলবে গণকন্ঠ। যুদ্ধ থামাও, ফিরিয়ে দাও শান্তি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34