শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
জেলেনস্কির সেনাপ্রধানের দাবি আজ মস্কোর একটি হেলিকপ্টারকেও ধ্বংস করেছে ইউক্রেনবাহিনী ।
শনিবার দশম দিনে রুশ- ইউক্রেন যুদ্ধ ৷ ক্রমশই কিভের দিকে এগিয়ে আসছে রুশ বাহিনী৷ রাশিয়াকে ঠেকিয়ে রাখতে সবরকম পন্থা অবলম্বন করছে ইউক্রেনের সেনাও৷আজ চেরনিহিভ শহরের বাইরে একটি রুশ যুদ্ধ বিমানকে গুলি করে নামায় ইউক্রেন সেনা৷ প্রাণ বাঁচাতে যুদ্ধ বিমান থেকে প্যারাশ্যুটে নেমে আসা যুদ্ধবিমানের রুশ চালককেও বন্দি করেছে ইউক্রেন৷ জানা গিয়েছে, তাঁর নাম ক্রাসনোইয়ার্তসেভ৷ ঘটনার ভিডিও ট্যুইট করেছে ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রক৷
এ দিন ইউক্রেনের যে এলাকাগুলিতে রাশিয়া হামলা চালিয়েছে, তার মধ্যে অন্যতম চেরনিহিভ৷ রুশ হামলার পর শহরের ধ্বংসস্তূপ থেকে ২২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে ইউক্রেনের তরফে জানানো হয়েছে৷তবে চেরনিহিভের ঠিক কোন এলাকায় রাশিয়া হামলা চালিয়েছে, তা নির্দিষ্ট করে জানায় নি ইউক্রেনের সরকার । তবে রুশ যুদ্ধ বিমান থেকে দু’টি স্কুল এবং সাধারণ মানুষের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন চেরনিহিভ শহরের গভর্নর৷
শুধু রুশ যুদ্ধ বিমান গুলি করে নামানো নয়, এ দিন কিভে রাশিয়ার একটি হেলিকপ্টারকেও ইউক্রেন ধ্বংস করেছে বলে দাবি করা হচ্ছে৷ রুশ বাহিনী যাতে কিভের দিকে এগোতে না পারে, তার জন্য ইরপিনে একটি সেতুও বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দিয়েছে ইউক্রেন৷
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34