- এই মুহূর্তে
- নভেম্বর ২৬, ২০২২
ইউক্রেনের বিদ্যুৎ বিপর্যয়। অন্ধকারে ডুবে সে দেশের ৬০ লাখ বাসিন্দা
মনোবল চাঙ্গা রাখতে জেলেনেস্কির নৈশ ভাষণ। যুদ্ধে হত রুস সেনাদের মায়ের ক্রোধে পুতিনের প্রলেপ

রুশ ইউক্রেন যুদ্ধের ভয়াবহতার শেষ কোথায় কে জানে। সরাসরি যুদ্ধ চলবে, না অবশেষে বইতে থাকবে শীতল যুদ্ধের আবহ? ইউক্রেনে রুশ হামলার প্রত্যক্ষ প্ৰভাব, এক. ন্যাটোর সংহতি বেড়েছে। রাশিয়ার আগ্রাসন রুখতে অস্ত্রভান্ডারকে মজবুত করতে চাইছে পূর্ব ইউরোপ। আমেরিকা মদত যোগাচ্ছে। দুই, হাজার হাজর ইউক্রনেবাসী উদ্বাস্তু ইউরোপের দিকে তাকিয়ে আছেন। নিহত সংখ্যা নগন্য নয়। ধ্বংস ব্যাপক। তিন, বিদ্যুত ঘাটতির অন্ধকারে ডুবে আছে ইউক্রেনের বড়ো বনো শহর। শীতের শুরুতেই বিদ্যুতের অভাবে ধুকছেন অন্তত ৬৩ লক্ষ ইউক্রেনিয়ান।
সে দেশের প্রেসিডেন্ট জেলেনেস্কি বলেছেন, রুশ হামলায় ভেঙে পড়েছে আমাদের বিদ্যুৎ ব্যবস্থা। নৈশকালীন বিবৃতিতে প্রেসিডেন্ট বলেছেন, কিভ সহ জনবহুল অঞ্চলের বাসিন্দারা বিদ্যুৎ ব্যবহার অর্ধেক করে দিতে বাধ্য হয়েছেন। পানীয় জলের সঙ্কট তীব্র। লাইট, হিটার ব্যবহারের সঙ্কোচন অভুতপূর্ব। সজল উচ্চারণে জেলেনেস্কি বলেছেন, আরোপিত দুর্যোগে বিধ্বস্ত জনতা শীতের এমন একটি মরসুমে উপনীত, যা তাদের মুর্হূমুহু মরণ কামড় দিয়ে যাচ্ছে।
রাশিয়াও উদ্বেগের বাইরে নয়। চাপা যুদ্ধ বিরোধিতা পুতিন সরকারকে ভাবিয়ে তুলছে। যুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু সেনা। তাঁদের মায়েরা ক্রোধে ফুসছেন। প্রেসিডেন্ট পুতিন সন্তানহারা মায়েদের সমবেদনা জানিয়ে বলেছেন, প্রতিমুহূর্তে আমি আপনাদের ত্যাগ আর বেদনার সঙ্গী হয়ে আছি।
ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনেস্কি বলেছেন, বিদ্যুৎহীনতার অন্ধকারে, শীতের দংশনেও আমাদের মনোবল অটুট থাকবে। কেন না, চূড়ান্ত জয় যেখানে লক্ষ, সেখানে বিজয় ছাড়া শান্তির প্রত্যাবর্তন অসম্ভব। সেখানে ঝুঁকি, দুঃসাহস আর মানসিক শক্তিকে চাঙ্গা রাখতেই হবে।
❤ Support Us