- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২৬, ২০২২
রুশ সেনাকে আমাদের দেশের মাটি ছাড়তেই হবে— আগ্নেয়াস্ত্র হাতে তুলে হুঙ্কার ছাড়লেন ইউক্রেনের সুন্দরী সাংসদ
আমার নিজের শহর ছাড়ার উপক্রম হয়েছে। আমার পরিবারও হুমকির মুখে। আর এই সবই ঘটছে একজন উন্মাদ একনায়কের ইচ্ছেতে!

ইউক্রেনের নীল আকাশ ছেয়ে গেছে শত্রুবিমানের কালো ধোঁয়ায়। মুর্হুমুর্হু বিস্ফোরণে কেঁপে উঠছে চারপাশ । রুশসেনাকে আটকাতে মরিয়া ইউক্রেনেরা সৈন্যরা। বসে নেই সাধারণ মানুষও। নিজেদের রক্ষায় হাতে তুলে নিচ্ছে অস্ত্র । তিনি তো তাই পিছু পা হলেন না। সাংসদ কিরা রুডিক অবলীলায় হাতে তুলে নিয়েছেন কালাশনিকভ। ইউক্রেনের পার্লামেন্টেরিয়ান জানাচ্ছেন, এই পরিস্থিতিতে হাতের কালাশনিকভ তাঁকে আশার আলো দেখাচ্ছে।
নিজের টুইটার হ্যান্ডলে কিরা শেয়ার করেছেন এই ছবি। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি কালাশনিকভ চালাতে শিখেছি এবং হাতে অস্ত্র তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। শুনতে অদ্ভুত লাগছে। কেননা ক’দিন আগেও এসব আমার মাথায় ছিল না। আমাদের পুরুষদের মতোই আমরা নারীরাও এবার দেশের মাটিকে রক্ষা করতে প্রস্তুত।’
পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে কার্যতই ক্ষোভে ফুঁসছেন কিরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন, ‘আমার ভীষণ রাগ হচ্ছিল যখন যুদ্ধটা শুরু হল। আর এখনও খুব রেগে রয়েছি। আমি এখনও বুঝতে পারছি না কেন আমাদের প্রতিবেশী দেশ রাশিয়া ও পুতিন ইউক্রেনের অস্তিত্বকেই অস্বীকার করছেন। এবং আমি আরও বেশি রেগে গিয়েছি নিজের শহর ছাড়ার উপক্রম হয়েছে বলে। আমার পরিবারও হুমকির মুখে পড়েছে। আর এই সবই ঘটছে একজন উন্মাদ একনায়কের ইচ্ছেতে!’
কিয়ারা জানিয়েছেন, তিনি ও তাঁর পুরুষ সঙ্গীই কেবল নন। তাঁর বহু সাথীই হাতে বন্দুক তুলে নিয়েছেন পুতিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তাঁরা সকলে মিলে পুতিনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন। কিয়ারার হুঁশিয়ারি, ‘রুশ সেনাকে আমাদের দেশের মাটি ছেড়ে চলে যেতে হবেই। কেননা আমাদের দেশ স্বাধীন দেশ। আমরা এর সার্বভোমত্ব রক্ষা করবই। আমরা চাই এই ইউক্রেনেই আমার সন্তান বাস করুক। এই দেশ তো ওদের জন্যই গড়ে তোলা হয়েছে। জনৈক ভ্লাদিমির পুতিনের জন্য নয়।’
❤ Support Us