- বি। দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৭, ২০২৪
রাশিয়া–ইউক্রেন যুদ্ধে নিহত ইউক্রেনের অলিম্পিয়ান ভারোত্তোলক আলেকজান্ডার পাইলিশেঙ্কো

রাশিয়া–ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ইউক্রেনের অলিম্পিয়ান ভারোত্তোলক আলেকজান্ডার পাইলিশেঙ্কো। ২০১৬ রিও অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় সামনের সারিতে ছিলেন পাইলিশেঙ্কো। ইউক্রেনের জাতীয় অলিম্পিক কমিটি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ।
৩০ বছর বয়সী পাইলিশেঙ্কো দুবার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ২০১৬ রিও অলিম্পিকে ৮৫ কেজি বিভাগে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেন। শেষ পর্যন্ত চতুর্থ স্থান পান। ২০১৬ এবং ২০১৭ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। কিন্তু ২০১৮ সালে ড্রাগ পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল।
রাশিয়ার আক্রমণের শুরুর দিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছিলেন পাইলিশেঙ্কো।ইউক্রেনের জাতীয় অলিম্পিক কমিটি রবিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছে, ‘শত্রুর সাথে যুদ্ধে মারা গেছে পাইলিশেঙ্কো।’ ভারোত্তোলন কোচ এবং ইউক্রেনীয় ভারোত্তোলন ফেডারেশন বোর্ডের সদস্য ভিক্টর স্লোবোডিয়ানিউক বলেছেন, ‘যুদ্ধ আমাদের সেরাটা নেয়… বীরদের মৃত্যু হয় না।’ ভারোত্তোলন ফেডারেশনও যুদ্ধে নিহত অলিম্পিয়ানকে শ্রদ্ধা জানিয়েছে। ইউক্রেনীয় ভারোত্তোলন ফেডারেশনের পক্ষ থেকে ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সাথে আমরা আপনাকে জানাচ্ছি যে, ইউক্রেনের খেলাধুলার মেধাবী মাস্টার আলেকজান্ডার পাইলিশেঙ্কোর হৃদয় আজ স্পন্দন বন্ধ করে দিয়েছে। আমরা তার পরিবার এবং অলেকজান্ডারকে যারা চেনেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।’ দ্য গার্ডিয়ান আরেক ইউক্রেনীয় অলিম্পিয়ান ভ্লাদিস্লাভ হেরাস্কেভিচকে উদ্ধৃত করে বলেছে যে, পেশাদার খেলাধুলার সাথে সম্পর্কিত প্রায় ৪৫০ জন ইউক্রেনীয় রাশিয়ার সঙ্গে যুদ্ধে মারা গেছেন।
❤ Support Us