Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২৮, ২০২৪

উমরের জামিনের আর্জি খারিজ দিল্লির আদালতে

আরম্ভ ওয়েব ডেস্ক
উমরের জামিনের আর্জি খারিজ দিল্লির আদালতে

বিতর্কিত  ছাত্রনেতা  উমর খালিদের জামিনের আবেদন নাকচ করল দিল্লির করকরদুমা আদালত । জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র উমরের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে তিনি ইন্ধন জুগিয়েছেন।

২০২০ সালে ওই ঘটনায় মৃত্যু হয় ৫৩ জন সাধারণ নাগরিকের। উস্কানিমূলক বিবৃতি দেওয়ার জন্য সে বছর সেপ্টেম্বর মাসে পুলিশ উমরকে আটক করে। তাঁর বিরুদ্ধে শুরু হয় রাষ্ট্রদ্রোহের মামলা। দিল্লি হাইকোর্টে ২০২২ এ তাঁর জামিনের আর্জি খারিজ হলে সুপ্রিম কোর্টে  যান উমর।ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট থেকে তার জামিনের আবেদন প্রত্যাহার করার পর, খালিদ ট্রায়াল কোর্টে যান। সেখানে একই অভিযোগে যেসব অভিযুক্তদের জামিন মঞ্জুর করা হয়েছিল, তিনিও যাতে সেই সুবিধা পান তার ভিত্তিতেই আবেদন করেছিলেন তিনি ।

দিল্লি পুলিশের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) এই আবেদনের বিরোধিতা করে। উমর খালিদের কৌঁসুলি ত্রিদিব পেইস জামিনের আবেদনে বলেন, তার মক্কলের বিরুদ্ধে প্রাথমিক ভাবে সন্ত্রাসবাদে মদতের অভিযোগে মামলা দায়ের করা হয়নি ।দিল্লি পুলিশ পরে এনিয়ে চার্জশিট পেশ করেছে ।উমর খালিদের উকিল এদিন আদালতে বলেন, উমর জনতার উদ্দেশ্যে যা বলেছেন, সেনিয়ে কোনও সন্ত্রাসী কার্যকলাপের প্রমাণ দাখিল করতে পারেনি পুলিশ। আদালতের এই বিষয়টি খতিয়ে দেখা উচিত।

প্রসঙ্গত, দিল্লি হিংসার সময় পাথর ছোড়ার মামলায় আর এক প্রাক্তন ছাত্রনেতা খলিদ সইফিকে ২০২২ সালের ডিসেম্বরে জামিনে মুক্তি দিয়েছিল দিল্লির আদালত। বর্তমানে উমর এবং সইফি দু’জনেই ‘দিল্লি হিংসা ষড়যন্ত্র’  মামলায় অভিযুক্ত হিসাবে জেলবন্দি। ২০২২ এই  ২৩ ডিসেম্বর অন্তর্বর্তী জামিনে সাত দিনের জন্য জেল থেকে ছাড়া পান উমর। ৩০ ডিসেম্বর আবার তাঁকে আত্মসমর্পণ করতে হয় আদালতে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!