Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ৩০, ২০২৩

এবারই শেষ সুযোগ, বিশ্বকাপ খেলতে মরিয়া উমেশ যাদব

আরম্ভ ওয়েব ডেস্ক
এবারই শেষ সুযোগ, বিশ্বকাপ খেলতে মরিয়া উমেশ যাদব

ইতিমধ্যে ৩৫ বছর পার করে ফেলেছেন। আর হয়তো খুব বেশিদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন না। এবছর ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। একদিনের বিশ্বকাপ দলে জায়গা পেতে মরিয়া উমেশ যাদব। আর বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করতে আইপিএলে ভাল পারফরমেন্স করতে মরিয়া ভারতীয় দলের এই জোরে বোলার।
এই মুহূর্তে টেস্ট দলে অপরিহার্য উমেশ যাদব। কিন্তু দীর্ঘদিন ধরেই সাদা বলের ক্রিকেটে তিনি জাতীয় দলের বাইরে। গতবছর আইপিএলে ভাল খেলার পুরস্কার হিসেবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে  ইনজুরি বদলি হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু খেলার সুযোগ হয়নি। বিশ্বকাপের কথা মাথায় রেখে একদিনের দলে জায়গা ফিরে পেতে মরিয়া উমেশ যাদব। কারণ এবছরই তাঁর সামনে একদিনের বিশ্বকাপ খেলার শেষ সুযোগ। তাই আইপিএলে ভাল পারফরমেন্স করতে মরিয়া।
উমেশ মনে করছেন, আইপিএলে ভাল পারফরমেন্স করলে একদিনের বিশ্বকাপ দলে সুযোগ এসে যেতে পারে। তিনি বলেন, ‘‌প্রতি চার বছর অন্তর একদিনের বিশ্বকাপ আসে। এবছর ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এটাই আমার কাছে শেষ সুযোগ  বিশ্বকাপ খেলার। একদিনের দলে জায়গা পেতে গেলে আমাকে আইপিএলে ভাল পারফরমেন্স করতে হবে। তাহলে বিশ্বকাপ দলে সুযোগ এসে যেতে পারে।’‌
উমেশ আরও বলেন, ‘‌বিশ্বকাপ প্রতি চার বছর একবার আসে। পরের বিশ্বকাপে আমি থাকব কিনা, তা নিশ্চিত নয়। তাই আমি এই বছরই বিশ্বকাপ খেলতে চাই। আরও চার বছর অপেক্ষা করতে চাই না।’‌ এই মুহূর্তে উমেশ যাদবের বয়স ৩৫ বছর। লাল বলের ক্রিকেটে তিনি ভারতীয় দলের সম্পদ। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে তিনি ব্রাত্য। ২০১৮ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন উমেশ যাদব। আর শেষ টি২০ ম্যাচ খেলেছিলেন গতবছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!