- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৩, ২০২৪
২০১৯ বিশ্বকাপ ফাইনালে মারাত্মক ভুল ! আম্পায়ার এরাসমাসের জন্য বিশ্বকাপ জিততে পারেনি নিউজিল্যান্ড

আম্পায়ারদের একটা ভুলই বদলে দেয় ম্যাচের ভাগ্য। আর মারাইস এরাসমাসের ভুলে বদলে গিয়েছিল একটা বিশ্বকাপেরই ভাগ্য। ৫ বছর পর সেই ভুল স্বীকার আইসিসি–র এলিট প্যানেলে থাকা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন আম্পায়ার এরাসমাসের। যা নিয়ে এখন তিনি আক্ষেপ করছেন।
ঘটনাটা ঘটেছিল ২০১৯ বিশ্বকাপের ফাইনালে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্মরণীয় সেই ফাইনাল ম্যাচে এরাসমাসের একটা ভুলই বিশ্বচ্যাম্পিয়ন হতে দেয়নি নিউজিল্যান্ডকে। ঘটনাটি ঘটেছিল ম্যাচের শেষ ওভারে। ২০১৯ বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার ছিলেন কুমারা ধর্মসেনা ও মারাইস এরাসমাস।
ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩ বলে ৯ রান। ওভারের চতুর্থ বলে দ্বিতীয় রান নেওয়ার সময় মার্টিন গাপটিলের থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি হয়। গাপটিল যখন থ্রো করেন বেন স্টোকস ও আদিল রশিদ সেই সময় একে অন্যকে অতিক্রম করেননি। ফলে ৫ রান হওয়ার কথা ছিল। কিন্তু আম্পায়াররা ভুল করে ৬ রান দেন। পরের বলে আদিল রশিদ রান আউট হন। শেষ বলে ওঠে ১ রান। ম্যাচ টাই হয়। সুপার ওভারেও টাই হয়েছিল। চতুর্থ বলে আম্পায়াররা ভুল করে ১ রান বেশি দেওয়ার প্রভাব পড়েছিল ফলাফলে।
ম্যাচ চলাকালীন আম্পায়ররা নিজেদের ভুল বুঝতে পারেননি। পরের দিন সকালে প্রাতঃরাশ করতে যাওয়ার আগে কুমারা ধর্মসেনার মুখে প্রথম ওই ভুলের কথা জানতে পারেন এরাসমাস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এরাসমাস বলেছেন, ‘মাঠে আমরা শুধু বলছিলাম ৬ রান। একে অন্যকে বলছিলাম ৬, ৬, ৬। গাপটিল থ্রো করার সময় স্টোকস ও রশিদ যে একে অপরকে অতিক্রম করেনি, সেটা ধরতে পারিনি।’
সেই ভুল সিদ্ধান্তের কথা তুলে ধরে এরাসমাস বলেছেন, ‘পুরো বিশ্বকাপে ওটাই আমার একমাত্র ভুল ছিল। ওই ভুল সিদ্ধান্ত নিয়ে বারবার আক্ষেপ হয়। ভুল না করে বিশ্বকাপ শেষ করতে পারলে ভাল হত। ওই ভুলের প্রভাব ফেলেছিল ফলাফলে।’ এবছর মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ টেস্ট ম্যাচ পরিচালনা করে অবসর নিয়েছেন এরাসমাস।
❤ Support Us