Advertisement
  • বৈষয়িক
  • জানুয়ারি ৫, ২০২৩

কর্মী সংকোচনের পথে আমাজন, কাজ হারাতে চলেছেন সহস্রাধিক কর্মী

আরম্ভ ওয়েব ডেস্ক
কর্মী সংকোচনের পথে আমাজন, কাজ হারাতে চলেছেন সহস্রাধিক কর্মী

চিত্র: সংগৃহীত

১৮০০০ কর্মীকে ছাঁটাই করছে আমাজন। অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষিতে এমন ঘোষণা আমাজনের।

বুধবার বিখ্যাত অনলাইন ডেলিভারি সংসস্থা আমাজনের সিইও আণ্ডি জেসি টুইটে জানান যে  জানান যে এমাসে ১৮০০০ কর্মীকে তারা ছাঁটাই করবার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, নভেম্বরেও ১০০০০ কর্মী আমাজন সংস্থার কাজ হারিয়েছিল।এদিন জেসির এই টুইটের প্রেক্ষিতে তাকে প্রশ্ন করা হলে তিন  আরো জানান  যে কর্মী সঙ্কোচনের এই প্রভাব বেশি পড়বে ইউরোপে ।কারণ সেখানে বেশি সংখ্যক লোককে কাজ ছাড়তে হচ্ছে। জেসির কথায়, আমাজন তাঁর কাজ হারানো কর্মীদের আর্থ সামাজিক নিরাপত্তা নিয়ে চিন্তিত। কাজ হারাতে চলা এই সব ব্যক্তিরা যাতে বীমার সুবিধাসহ অন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ পান তা নিয়ে আমাজন কর্তৃপক্ষ ভাবনা চিন্তা করছেন। ১৮ জানুয়ারী এই সব কর্মীদের হাতে কোম্পানির বিজ্ঞপ্তি পাঠিয়ে দেওয়ার কথা। বিষয়টি গোপন রাখবার কথা হলেও কর্মীটির অসাবধানতায় ছাঁটাইয়ের সংবাদ সর্বসমক্ষে চলে আসে।তাই এদিন টুইট করে বিষয়টিকে স্পষ্ট করেন সিইও।

এই ছাঁটাইয়ের প্রসঙ্গে সাফাই দিতে গিয়ে বলেন অতিমারীর সময় সমগ্র বিশ্ব জুড়ে পণ্য সরবরাহের ক্ষেত্রে এক সংকটের সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতি সামলাতে ২০২০ থেকে ২০২২ এর প্রারম্ভে প্রচুর লোক নিয়েছিল আমাজন। এখন এই বিপুল সংখ্যক কর্মীদের বেতন দিতে অক্ষম এই অনলাইন ডেলিভারি সংস্থাটি। আমাজনের এই আকস্মিক সিদ্ধান্ত ১৮০০০ কর্মীকে এখন  ঘোরতর আর্থিক অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল  বলে  মত বিশেষজ্ঞদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!