Advertisement
  • দে । শ
  • জুন ১৫, ২০২৩

শহিদ শান্তিরক্ষীদের সম্মান জানাতে রাষ্ট্রসংঘে তৈরি হবে স্মৃতি প্রাচীর। ভারতের প্রস্তাব সর্বসম্মত ভাবে গৃহীত হল রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদ

আরম্ভ ওয়েব ডেস্ক
শহিদ শান্তিরক্ষীদের সম্মান জানাতে রাষ্ট্রসংঘে তৈরি হবে স্মৃতি প্রাচীর। ভারতের প্রস্তাব সর্বসম্মত ভাবে গৃহীত হল রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদ

কর্তব্যরত অবস্থায় নিহত শান্তিরক্ষীদের সম্মান জানাতে রাষ্ট্র সংঘের সদর দফতরে একটি স্মৃতি প্রাচীর স্থাপনের প্রস্তাব দিয়েছিল ভারত । এই খসড়া প্রস্তাব এবার সর্বসম্মতিক্রমে গৃহীত হল ।

বুধবার ইউএনজিএ-তে রেকর্ড সংখ্যক (১৯০টি) ভোটে এই  খসড়া প্রস্তাবটি পাস হয়েছে । দিন কয়েকের মধ্যেই মার্কিন সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একইসঙ্গে ২১ জুন রাষ্ট্রসংঘের সদর দফতরে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি । তার আগেই ভারতের পাঠানো প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হল জেনেভায় ।

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত রুচিরা কাম্বোজ বুধবার রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদ সভাকক্ষে শহীদ শান্তিরক্ষীদের স্মূতির উদ্দেশ্য প্রাচীর নির্মানের প্রস্তাব পেশ করেন। সেই সভাতেই সর্বসম্মতিক্রমে গৃহীত হয় সেই প্রস্তাব ।
ভারতের প্রধানমন্ত্রী মোদি বৃহস্পতিবার প্রস্তাব সমর্থন করার জন্য সহযোগী দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন । প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ” শান্তিরক্ষীদের জন্য নতুন স্মারক প্রাচীর স্থাপনের ভারতীয় প্রস্তাব, জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়েছে বলে আমি আনন্দিত । প্রস্তাবটি রেকর্ড সংখ্যক ১৯০টি সহ-স্পন্সরশিপ পেয়েছে । সকলের সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।”
প্রস্তাবটি উপস্থাপন করার সময়, কাম্বোজ বলেছিলেন যে স্মৃতি প্রাচীরটি জাতিসংঘ শান্তিরক্ষায় যে গুরুত্ব দেয় তার উজ্জ্বল সাক্ষ্যর হবে । তিনি বলেন,  এটি মানুষকে শুধুমাত্র শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের বলিদানের কথাই মনে করিয়ে দেবে না বরং এটি “আমাদের সিদ্ধান্তের মূল্যের ধ্রুবক অনুস্মারক” হবে । রাষ্ট্র সংঘের শান্তিরক্ষা বাহিনীতে ৬ হাজারেরও বেশি ভারতীয় সেনা, পুলিশ কর্মী নিযুক্ত । তাঁরা আবেই, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, সাইপ্রাস, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লেবানন, মধ্যপ্রাচ্য এবং পশ্চিম সাহারায় মোতায়েন রয়েছেন । গত কয়েক বছরে, কর্তব্যরত অবস্থায় ১৭৭ জন ভারতীয় বিশ্বের বিভিন্ন জায়গায় নিহত হয়েছেন । শান্তি রক্ষায় কর্তব্যরত বিভিন্ন সেনানীদের মধ্যে ভারতীয়দের আত্মহুতির সংখ্যা সর্বোচ্চ । রাষ্ট্র সংঘের সাধারণ পরিষদে, ভারতের সঙ্গে, বাংলাদেশ, কানাডা, চীন, ডেনমার্ক, মিশর, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, নেপাল, রুয়ান্ডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ১৮টি দেশ যৌথভাবে এই প্রস্তাব পেশ করে ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করও সমস্ত সদস্য দেশকে ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেছেন,  ভারতের প্রস্তাবটি  যে রেকর্ড সংখ্যক ১৯০টি সহ-স্পন্সরশিপ পেয়েছে, এটা ভারতের অবদান এবং অভিপ্রায়ে বিশ্বাসের সাক্ষ্য । প্রস্তাবে বলা হয়েছে, গৃহীত হওয়ার তিন বছরের মধ্যে স্মারক প্রাচীরটি সম্পূর্ণ করতে হবে ।

কাম্বোজ তাঁর ভাষণে বলেছেন,  “শান্তিরক্ষীরা জন্মগ্রহণ করে না । তারা আত্মত্যাগের জন্য তৈরি হয় । তাঁদের অটল প্রতিশ্রুতি এবং নিঃস্বার্থ কাজগুলি বিশ্বের জন্য এমন একটি পথ প্রশস্ত করে যেখানে শান্তি অবশ্যই সংঘাতের সাপেক্ষে জয়লাভ করবে ।”
২০১৫ সালে, রাষ্ট্রসমঘে ভারতের স্থায়ী মিশন একটি ভার্চুয়াল স্মারক প্রাচীর চালু করেছিল, যা শান্তিরক্ষী বাহিনীতে কর্তব্যরত অবস্থায় নিহত ভারতীয় সেনাদের জন্য উৎসর্গীকৃত ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!