- দে । শ প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ১৯, ২০২৩
মহিলা সংরক্ষণ বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, মঙ্গলে পেশ হওয়ার সম্ভাবনা নতুন সংসদে !

নজরে লোকসভা ভোট। ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলে অবশেষে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ, মঙ্গলবার নতুন সংসদ ভবনে এই বিলটি পেশ করা হতে পারে বলে সূত্রের মাধ্যমে জানা গেছে। যদিও এইনবিল আজবথেকে ২৭ বছর আগে প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌরার আমলে প্রথম উত্থাপিত হলেও এই বিল পেশের আগেই এইচ ডি দেবেগৌরার সরকার পড়ে যায়। সেই সময় লালু প্রসাদ যাদব ও মুলায়েম সিং যাদব মহিলা সংরক্ষণ বিলের বিরোধীতা করেন।
এদিকে সংসদে যেদিন বিশেষ অধিবেশন শুরু হল, সেদিনই কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক করলেন নরেন্দ্র মোদি। কেন? কারণ স্পষ্ট নয়। এদিন সন্ধ্যায় প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে এই বৈঠকে। বৈঠকে কী নিয়ে আলোচনা হল, সে বিষয়েও কিছু জানানো হয়নি।
এদিকে বারবারই আলোচনায় উঠে এসেছে মহিলা সংরক্ষণ বিল। ২০১০ সালে এই বিলটি পাস হয় রাজ্যসভায়, কিন্তু লোকসভায় পেশ করা হয়নি এখনও। সোমবার সংসদের বিশেষ অধিবেশনে প্রথমদিনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হয় বিরোধীরা। এই প্রেক্ষাপটে যখন সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন মোদি, তখন রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়। অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল।
মহিলা সংরক্ষণ বিল যদি সংসদে পাশ হয়ে যায়, তাহলে লোকসভা, রাজ্যসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
কংগ্রেস হায়দরাবাদে তাদের ওয়ার্কিং কমিটির বৈঠকে সংসদে ৩৩ শতাংশ মহিলা বিলের পক্ষে প্রসৃতাব গ্রহণ করেছে।
তৃণমূল সাংসদ দোলা সেনের কটাক্ষ করে বলেছেন, “ভোট বড় বালাই। মহিলা সংরক্ষণ বিলকে পুঁজি করে যদি ভোট-বৈতরণী পেরোনো যায় সেটাই এখন ভাবছে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ৩৩ শতাংশ নয়, ৫০ শতাংশ মহিলা সংরক্ষণ করেছেন।”
কংগ্রেস নেতা জয়রাম রমেশ মহিলা সংরক্ষণ বিলে সমর্থন জানিয়ে এক্স-এ লিখেছেন, বিলে কী আছে এখন সেটাই দেখার। বিজেপি চাইছে আজ মঙ্গলবারই নতুন সংসদ ভবনে মহিলা সংরক্ষণ পেশ করতে। তবে শাসক-বিরোধী উভয়ের সমর্থনে এই মহিলা সংরষণ বিল যে পাশ হয়ে যাবেই তাতে কোনও সন্দেহ নেই। তবে প্রশ্ন একটাই, যে সমস্ত কেন্দ্র মহিলা সংরক্ষিত ছিল না। যেখানে পুরুষ সাংসদ বা বিধায়ক আছেন। যাঁরা নানান অভিযোগে অভিযুক্ত, তাঁরা কি সেক্ষেত্রে তাঁদের স্ত্রী বা পরিবারের মহিলাদের প্রার্থী করে পেছন থেকে নিজেরাই ক্ষমতা ভোগ করবেন? এ ক্ষেত্রে কী দুর্নীতিকে উৎসাহিত করবে? এই প্রশ্ন থেকে যাচ্ছে!
❤ Support Us