- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ৪, ২০২৪
২০২৩ সালে ডিজনিকে ছাপিয়ে বেশি আয় ইউনিভার্সাল স্টুডিও
ডিজনিকে ছাপিয়ে ২০২৩ সালে বক্স অফিসে শীর্ষস্থানে পৌঁছে গেছে ইউনিভার্সাল স্টুডিও। সদ্য সমাপ্ত বছরে প্রায় ৪.৯০৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করে ডিজনিকে পেছনে ফেলে দিয়েছে ইউনিভার্সাল স্টুডিও। ‘দ্য সুপার মারিও ব্রস মুভি’, ‘ওপেনহেইমার’, ‘এম থ্রি গান’, ‘বার্বি’–র মতো সিনেমাগুলি ইউনিভার্সাল স্টুডিওকে শীর্ষে পৌঁছে দিয়েছে। ডিজনির সিনেমাগুলি তেমন জনপ্রিয়তা না পাওয়ায় স্টুডিওটি দ্বিতীয় স্থানে নেমে গেছে।
ডিজনি গত বছর খুব বেশি সিনেমা তৈরির দিকে নজর দেয়নি। মোট ১৭টি সিনেমা তৈরি করেছিল। এর মধ্যে ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি’, ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অফ ডেসটিনি’ এবং ‘দ্য লিটল মারমেইড’ বক্স অফিসে সাড়া জাগিয়েছিল। ২০২৩ সালে গোটা বিশ্বে বক্স অফিসে ৪.৮২৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ডিজনি।
ইউনিভার্সাল স্টুডিওর তুলনায় ডিজনি কম সিনেমা রিলিজ করায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার কম আয় করেছে। গত বছর ডিজনির কোনও সিনেমাই চলচ্চিত্রই প্রথম তিনটি সর্বোচ্চ আয়কারী সিনেমার মধ্যে জায়গা করে নিতে পারেনি। যে তিনটি সিনেমা সবথেকে বেশি আয় করেছে, সেগুলি হল ওয়ার্নার ব্রোসের ‘বার্বি’ (১.৪ বিলিয়ন মার্কিন ডলার), ‘দ্য সুপার মারিও ব্রস মুভি’ (১.৩ বিলিয়ন মার্কিন ডলার) এবং ‘ওপেনহেইমার’ (৯৫০ মিলিয়ন মার্কিন ডলার)। এই তিনটি সিনেমাই ইউনিভার্সাল স্টুডিওর।
২০২০ ও ২০২১ সালে কোভিড আক্রান্ত বছরগুলি বাদ দিয়ে ২০১৪ সালের পর এই প্রথম ডিজনির কোনও সিনেমাই ১ বিলিয়ন মার্কিন ডলারের বেঞ্চমার্ক অতিক্রম করতে পারেনি। সবথেকে বেশি ঐআয় করেছে ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ভলিউম থ্রি’ থেকে। এই সিনেমা থেকে ডিজনির আয় হয়েছে ৮৪৫ মিলিয়ন মার্কিন ডলার। ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া’, ‘দ্য মার্ভেলস’ এবং ‘হন্টেড ম্যানসন’–এর মতো সিনেমাগুলি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।
❤ Support Us