- দে । শ
- জুলাই ১০, ২০২৪
কাকভোরে উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত ১৯ । মৃতের পরিবারকে ২ লক্ষ ক্ষতিপূরণের ঘোষণা মোদির

বেড়াতে বেরিয়ে আর ঘরে ফেরা হলনা । দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল ১৮ জন বাস যাত্রীর। ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে ।
একের পর এক দুর্ঘটনার খবরে কার্যত ঘুম উড়েছে উত্তর প্রদেশ প্রশাসনের। বুধবার ভোর পাঁচটায় যাত্রীবোঝাই ডবল ডেকার বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল । যাত্রাপথে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুধের ট্যাংকারকে পিছন থেকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে বাসের যাত্রীরা ছিটকে এসে বাইরে পড়েন। দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাস্তার এদিক ওদিক নিহত ও আহতেরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন। বাসটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে।
উন্নাওয়ের জেলা শাসক জানিয়েছেন, ১৯ জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে । সেখানে তাঁদের চিকিৎসা চলছে । নিহতদের দেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ্নিতে বলেছেন তিনি। পাশাপাশি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে তাঁর ত্রাণ তহবিল থেকে দুই লক্ষ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং শোকজ্ঞাপন করে তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘উত্তরপ্রদেশের উন্নাওয়ে সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিদারক। আহতদের চিকিৎসায় ব্যস্ত স্থানীয় প্রশাসন। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের অপূরণীয় ক্ষতির জন্য আমি তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। ঈশ্বর তাদের পরিবারকে এই শোক শ্য করার শক্তি দিন।’
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, উত্তর প্রদেশের উন্নাওতে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। আমি আকস্মিকভাবে মৃতের পরিবারের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সহানুভূতি জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।
❤ Support Us