শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
উন্নাওয়ে ধর্ষিত যুবতীর মা, আশা সিংকে উত্তরপ্রদেশ নির্বাচনে প্রার্থী করছে কংগ্রেস। বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করে জানালেন প্রিয়াঙ্কা গান্ধি, ১২৫ জন প্রার্থীর মধ্যে ৫০ জন মহিলা। তালিকায় চল্লিশ শতাংশ মহিলাকে গুরুত্ব দেওয়া হবে । আপনি যদি কোনওরকম অত্যাচার, হেনস্থার শিকার হন, তাহলে আপনার পাশে থাকবে কংগ্রেস। এর আগেই ‘লেড়কি হুঁ, লড় সকতি হুঁ’ আওয়াজ তুলে প্রচার শুরু করেছিলেন তিনি । তালিকায় বিষয়টি সামনে এল ।
২০১৭ সালে ১৯ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গরের বিরুদ্ধে। অভিযোগ বিজেপি বিধায়কের বাড়িতেই যুবতীকে ধর্ষণ করা হয় । ২৮ জুলাই ওই যুবতী ও তাঁর পরিবারের সদস্যরা একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। মারা যান পরিবারের দুই সদস্য । যুবতী গুরুতর আহত হন। বারবার বেকায়দায় পড়ে বিজেপি। যোগী সরকারও শেষে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34