- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২১, ২০২৪
বেসরকারি ভারে নজিরবিহীন উদ্যোগ। সারা রাজ্যে প্রাথমিকে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রথমদিন নির্বিঘ্নে।

বাম আমলে প্রাথমিক স্তর থেকে পরীক্ষা ব্যবস্থার বিলোপ ঘটেছিল। তারই প্রতিবাদে বেসরকারি ভাবে শুরু হয়েছিল চতুর্থ শ্রেণীকে বৃত্তি পরীক্ষা। সেটা ছিল ১৯৯২ সাল। সেই থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (প:ব:)–র উদ্যোগে বেসরকারিভাবে সারা রাজ্যে একই সঙ্গে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। আজ থেকে শুরু হয়েছে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা। আজ ছিল মাতৃভাষা বিষয়ে পরীক্ষা। এদিন সকালে বাবা মায়ের হাত ধরে ছোট ছোট ছেলে মেয়েরা পরীক্ষা কেন্দ্রে আসে। বসিরহাটে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এদিন নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ (প:ব:)–র জেলা কমিটির সদস্য অজয় বাইন বলেন, এবারে ১ লক্ষ ৬০ হাজারের বেশি ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছে। সারা রাজ্যে ২২০০ পরীক্ষা কেন্দ্রে হয়েছে । বসিরহাটে ৩৭ টি সেন্টারে ৩৫৬২ জন পরীক্ষা দিচ্ছে। বহু শিক্ষানুরাগী মানুষ, অধ্যাপক, বিভিন্ন স্কুলের শিক্ষক , অভিভাবকরা এগিয়ে এসেছেন বৃত্তি পরীক্ষা সফল করতে। তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে প্রাথমিক স্তর থেক ইংরেজি ও পাশ ফেল প্রথা বিলোপ করা হয়। সেই সময় দেশের বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, বিজ্ঞানী সহ বুদ্ধিজীবীদের নেতৃত্বে গড়ে ওঠা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে ১৯৯২ সাল থেকে এই বৃত্তি পরীক্ষা সংগঠিত হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই। এবারে পরীক্ষা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
❤ Support Us