Advertisement
  • বি। দে । শ
  • মে ২২, ২০২৪

সরবরাহের অভাব ও নিরাপত্তার জন্য রাফাতে খাদ্য বিতরণ বন্ধ রাখল জাতিসংঘ

আরম্ভ ওয়েব ডেস্ক
সরবরাহের অভাব ও নিরাপত্তার জন্য রাফাতে খাদ্য বিতরণ বন্ধ রাখল জাতিসংঘ

ঘনবসতিপূর্ম এলাকায় সরবরাহের অভাব ও নিরাপত্তাহীনতার কারণে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে খাদ্য বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা।
মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ‘‌রাফাতে চলমান সামরিক অভিযানের কারণে বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা আরডব্লিউএ খাদ্য বিতরণ কর্মসূচি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।’‌ জাতিসংঘ জানিয়েছে ১ মিলিয়নেরও বেশি মানুষ উচ্চমাত্রার ক্ষুধার সম্মুখীন হচ্ছে। মিশরে রাফার ক্রসিং, যা একসময় ত্রাণ পৌঁছে দেওয়ার প্রধান প্রবেশদ্বার ছিল, ৬ মে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। গত দুদিনে ত্রাণ বহনকারী কোনও ট্রাক মার্কিন–নির্মিত ভাসমান পিয়ার অতিক্রম করেনি।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের এক মুখপাত্র আবির ইতেফা সতর্ক করে দিয়েছিলেন যে, যদি গাজায় খাদ্য ও অন্যান্য সরবরাহ পুনরায় শুরু না হয়, তাহলে দুর্ভিক্ষ বিশাল আকার ধারণ করবে। উপরন্তু জাতিসংঘের আরডব্লিএ জোর দিয়েছিল যে, তাদের স্বাস্থ্যকেন্দ্রগুলি ১০ দিন কোনও চিকিৎসা সরবরাহ পায়নি। তবে তার স্বাস্থ্যসেবা কর্মীরা এখনও সেই কেন্দ্রগুলিতে চিকিৎসা সেবা পরিচালনা করছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এক্স–এ লিখেছেন, ‘‌উত্তর গাজার আল–আওদা হাসপাতাল ১৯ মে থেকে অবরোধের মধ্যে র‌য়েছে। হাসপাতাল থেকে কাউকে প্রবেশ করতে ও বার হতে দেওয়া হয়নি। এখনও হাসপাতালের মধ্যে ২২ জন রোগী, তাঁদের সঙ্গী ও ১৪৮ জন হাসপাতাল কর্মী ভেতরে আটকা পড়ে রয়েছেন। কর্মীরা আল–আওদার হাসপাতালে একটা স্নাইপার হামলার কথা জানিয়েছেন। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!