Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৫, ২০২৩

‘নো কারফিউ, নো দাঙ্গা, ইউপি মে সব চাঙ্গা’, উত্তরপ্রদেশে পুর নির্বাচনের প্রচারে যোগী বচন

আরম্ভ ওয়েব ডেস্ক
‘নো কারফিউ, নো দাঙ্গা, ইউপি মে সব চাঙ্গা’, উত্তরপ্রদেশে পুর নির্বাচনের প্রচারে যোগী বচন

আগামী মাসেই উত্তরপ্রদেশে পুরসভাগুলিতে নির্বাচন। প্রথম দফার নির্বাচন ৪ মে। পুর নির্বাচনের প্রচারে আসরে নেমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারের ঢাক পেটালেন। যোগী বলেছেন, উত্তরপ্রদেশে এখন ‘নো কারফিউ, নো দাঙ্গা। ইউপি মে সব চাঙ্গা’।

সাহারানপুরে মহারাজ সিং ডিগ্রি কলেজের মাঠে পুর নির্বাচন উপলক্ষে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, যুব সম্প্রদায়কে মাথায় রাখতে হবে তাঁরা ট্যাবলেট, কম্পিউটার চান নাকি দেশী পিস্তল চান। এখনই ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে তাঁরা সমাজবিরোধীদের বুলেটের আওয়াজ শুনবেন নাকি এলাকায় সুমধুর ভজন শুনবেন।

যোগী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিশনকে সাফল্যের সঙ্গে মিশনে পরিণত করেছে রাজ্যের বিজেপি সরকার। উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বরাবর বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকলেও যোগীর দাবি, উত্তরপ্রদেশ বিজেপি জমানায় অনেক ভালো আছে। তোলাবাজি বন্ধ, গ্যাংস্টারদের দৌরাত্ম্যও বন্ধ বিজেপি জমানায়। আজকের উত্তরপ্রদেশ নিরাপদ, এখানে মানুষ সুখী, একইসঙ্গে জোয়ার এসেছে কর্মসংস্থানেও।

নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ডবল ইঞ্জিনের তত্ত্ব খাড়া করে এও বলেন, আসন্ন পুর নির্বাচনে রাজ্যে বিজেপি প্রার্থীরা জয়লাভ করলে তা তৃতীয় আরেকটি ইঞ্জিন যুক্ত করবে। যার জেরে রাজ্যে অপ্রতিহত গতিতে চলবে উন্নয়নের কাজ। স্থানীয় স্তরে পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হবে।

যোগী তাঁর বক্তব্যে পূর্বতন সমাজবাদী পার্টির সরকারকে একহাত নিয়েছেন। যোগীর অভিযোগ, আগের সমাজবাদী পার্টির সরকার উন্নয়নের বদলে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় মদত দিয়েছে। আর যথেচ্ছভাবে কাৰ্ফু জারি করেছে। সমাজবাদী সরকারের আমলে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছিল। এরপর বিজেপি ক্ষমতায় এসেই আইন-শৃঙ্খলা রক্ষায় সারা দেশের নিরিখে নজির সৃষ্টি করেছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আরও অভিযোগ, সঙ্কীর্ণ ভোটের রাজনীতির স্বার্থে বিরোধীরা এখন জাতপাতের রাজনীতিতে ইন্ধন জোগাচ্ছে।

রাজ্যজুড়ে উন্নয়নের খতিয়ান পেশ করতে গিয়ে যোগী বলেছেন, কোনও স্বজনপোষণ ছাড়াই প্রধানমন্ত্রী আবাস যোজনা ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের সুযোগ পাচ্ছেন রাজ্যবাসী।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!