Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ৮, ২০২২

লখনউয়ে অখিলেশের পাশে বসে যোগীকে বিঁধলেন মমতা — আগে ক্ষমা চান, পরে ভোট চাইবেন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
লখনউয়ে অখিলেশের পাশে বসে যোগীকে বিঁধলেন মমতা — আগে ক্ষমা চান, পরে ভোট চাইবেন ।

উত্তরপ্রদেশে প্রথম দফা নির্বাচনের ঠিক আগে আগে যোগি সরকারের কঠোর সমালোচনায় মুখর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকে পাশে নিয়ে উপর্যুপরি বাক্যবাণে বিঁধলেন বিজেপিকে এবং যোগি আদিত্যনাথকে দায়ী করলেন একাধিক ঘটনায়। করোনাকালে গঙ্গায় অসংখ্য  লাশ ভাসানো থেকে উন্নাওয়ের গণধর্ষণসহ পরপর ঘটনার উল্লেখ করে আক্রমণাত্মক মমতা বুঝিয়ে দিলেন, অখিলেশের হাত কতটা শক্ত করতে তৃণমূল দৃঢ় প্রতিজ্ঞ ।

এদিন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী লখনউয়ে যৌথ ভারচুয়াল প্রচার শুরু করেন অখিলেশ ও মমতা। মমতাকে ধন্যবাদ জানিয়েই মাইক্রোফোন তাঁর দিকে এগিয়ে দেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। মমতা তাঁর ভাষণের শুরুতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যোগির উদ্দেশে বলতে থাকেন—আগে ক্ষমা চান, তারপর ভোট চাইবেন। বাংলা থেকে মমতাকে সরাবেন বলে তো প্রচারে গিয়েছিলেন । সেখানে আপনাদের ফল কী হল, দেখলেন তো । এবার বিজেপিকে উৎখাত করতে অখিলেশ যে লড়াই করছেন, তাতে আমিও ওঁর সঙ্গে শামিল হয়েছি ।
বিজেপির বিরুদ্ধে লড়তে সোমবার সমমনোভাবাপন্ন দলগুলিকে এক হওয়ার আহ্বান জানিয়ে তূণমূল নেত্রী বলেছিলেন— আমি চাই, সপা জিতুক, বিজেপি হারুক। মঙ্গলবারও একই কথা শোনা গেল তাঁর কণ্ঠে— আমার বিশ্বাস, এখানে অখিলেশরাই জিতবে, বিজেপি হারবে। আপনারা সবাই অখিলেশকে সমর্থন করুন। এবারও যদি যোগি সরকার ফিরে আসে, তাহলে আমজনতার দুর্দশার শেষ থাকবে না।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!