- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২২, ২০২৩
শান্তি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে জনপ্রিয় ভোজপুরী সঙ্গীতশিল্পীকে যোগীর নোটিশ, তিন দিনের মধ্যে দিতে হবে শোকজের জবাব

জনপ্রিয় ভোজপুরী সঙ্গীতশিল্পী নেহা সিং রাঠোরকে শো কজ নোটিশ পাঠাল উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগ, তাঁর গান সমাজে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করছে। তিনদিনের মধ্যে দিতে হবে নোটিশের জবাব।
প্রসঙ্গত, কয়েকদিন আগে বেআইনি উচ্ছেদ অভিযানের কারণে কুঁড়েঘরে বসবাসকারী এক মা ও তাঁর মেয়ের আগুনে পুড়ে মৃত্যু হয়। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি র্যাপ ভিডিও আপলোড করেন নেহা। জানতে চান, ‘ইউপি কে বা ?’ অর্থাৎ উত্তরপ্রদেশে কেন? গানটি প্রকাশিত হওয়ার পর ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ লাইক শেয়ার করেন।
শিল্পীর স্বাধীন আত্মপ্রকাশ পছন্দ হয়নি যোগী সরকারের। গানটিতে ইউপি সরকারের বিরুদ্ধে কটাক্ষ করা হয়েছে বলে মনে করেছেন তাঁরা। সেই কারণে, মঙ্গলবার থানার পুলিশকর্মীরা শিল্পীর বাড়ি গিয়ে উপস্থিত হন। ভিডিওর ব্যক্তির সঙ্গে শিল্পীর চেহারা মিলিয়ে নিশ্চিত হওয়ার পর, গানের কথা দর্শানোর বিজ্ঞপ্তি তাঁকে ধরিয়ে দেন পুলিশকর্মীরা। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, কী ভেবে এবং কেন তিনি ওই গান বেঁধেছিলেন। তাঁর সঙ্গীতের সামাজিক প্রভাব সম্পর্কে তিনি কতটা সচেতন? জবাব দেওয়ার জন্য তিন দিন ধার্য করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে যোগী সরকার।
গোটা ঘটনার ভিডিও করেছেন নেহা। পোষ্ট করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। ভোজপুরী শিল্পী শিল্পের স্বাধীনতায় হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়েছেন। তাঁর মতে, এটি একপ্রকার অসহিষ্ণুতা ছাড়া আর কিছু নয়। মানুষের সমালোচনা বা বিরুদ্ধে কণ্ঠ স্বরকে অবদমিত করবার চিরাচরিত কৌশল। সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, আগামীদিনেও সঙ্গীত চর্চা অব্যাহত রাখবেন তিনি।
❤ Support Us