- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২৬, ২০২৪
কানওয়ার যাত্রা নিজেদের বিতর্কিত নির্দেশিকা টিকিয়ে রাখল উত্তর প্রদেশ সরকার

কানওয়ার যাত্রা বিতর্ক নিয়ে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা করেছে। বিতর্কের সূত্রপাত, একটি সরকারি নির্দেশিকাকে কেন্দ্র করে। উত্তর প্রদেশ,উত্তরাখন্ডের সরকার কানওয়ার যাত্রায় যেসব ব্যবসায়ীরা অস্থায়ী খাবারের দোকান করেন,তাদের নাম দোকানের বাইরে লিখে টাঙিয়ে রাখতে হবে। এই নির্দেশিকা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়। বেশ কয়েকটি এন জিওর তরফে দেশের শীর্ষ আদালতে পিটিশন দায়ের হয়।শেষমেশ সুপ্রিম কোর্ট সেই নির্দেশিকায় নিষেধাজ্ঞা আরোপ করে।
শুক্রবার, উত্তর প্রদেশ সরকার সেই স্থগিতাদেশের বিরোধিতা করে বলেছে,একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল তীর্থযাত্রা নিশ্চিত করার জন্য নির্দেশ জারি করা হয়েছিল।
তাদের দাবি,কানওয়ার যাত্রায় বেশ কিছু মানুষের থেকে খাবার নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ এসেছিল। তাই সরকার এই উদ্যোগ নিয়েছে। বস্তুত এই যাত্রায় হিমালয়ের বেশ কিছু শিব তীর্থ থেকে বাঁকে গঙ্গার জল নিয়ে স্থানীয় শিব মন্দিরে শিবের মাথায় ঢালেন। গোটা শ্রাবণ মাস ধরে এমন চলে। এটিই কানওয়ার যাত্রা নামে পরিচিত।
বিরোধী দলগুলি সরকারকে নিশানা করেছে, নির্দেশকে ‘সংখ্যালঘু বিরোধী’ বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে যে এর উদ্দেশ্য সমাজের মধ্যে বিভাজন তৈরি করা। এই সমালোচনা সত্ত্বেও, রাজ্য সরকার জানিয়েছে যে শৃঙ্খলা বজায় রাখতে এবং তীর্থযাত্রীদের উদ্বেগের সমাধানের জন্য নির্দেশটি প্রয়োজনীয়।
ভক্তরা তাদের প্রার্থনা জানাতে উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দির, বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির, মিরাটের কালী পল্টন মন্দির এবং গোরখপুরের ঝাড়খণ্ডি মহাদেব মন্দির সহ বিশিষ্ট মন্দিরগুলিতে ভিড় করেন। এতে প্রচুর জনসমাগম হয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হয়।
বিতর্ক সত্ত্বেও, নির্দেশটি বহাল রয়েছে, সরকার কানওয়ারিয়াদের নিরাপত্তা এবং সন্তুষ্টি নিশ্চিত করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে তার সিদ্ধান্তকে রক্ষা করছে। তীর্থযাত্রা অব্যাহত থাকায়, রাজ্য কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে ।শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোনও উদ্ভূত সমস্যা মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
❤ Support Us