Advertisement
  • দে । শ ভা | ই | রা | ল
  • নভেম্বর ২, ২০২৩

‌ভ্রু–র লোম কেটেছে স্ত্রী, সৌদি আরবে বসে তিন তালাক ভারতীয় স্বামীর

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ভ্রু–র লোম কেটেছে স্ত্রী, সৌদি আরবে বসে তিন তালাক ভারতীয় স্বামীর

স্ত্রী আধুনিকা। হালচালের ফ্যাশন তাঁর পছন্দ। সাজতে ভালোবাসেন। আর সেটাতেই আপত্তি স্বামীর। হাল ফ্যাশানের সঙ্গে মানিয়ে চলার জন্য আধুনিকা বউকে তালাক দিলেন ‘‌সেকেলে’‌ মানসিকতার স্বামী। আর সেটা কিনা সৌদি আরবে বসে ভিডিও কলের মাধ্যমে?‌ এমনই অভাবনীয় কান্ড ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। দেশে তিন তালাক আইনগতভাবে নিষিদ্ধ ঘোষণার ৪ বছর পরেও মুসলিম মহিলারা এখনও এই প্রথা থেকে মুক্তি পাননি।
২০২২ সালে জানুয়ারিতে দুই পরিবারের মধ্যে দেখাশোনা করে বিয়ে হয় উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা মহম্মদ সেলিম ও গুলসায়েবার। গুলসায়েবা বরাবরই একটু আধুনিকা। বিয়ের পর থেকে স্ত্রী’‌র এই আধুনিক মানসিকতা মানতে পারেননি মহম্মদ সেলিম। তিনি বেশ কয়েকবার এই নিয়ে গুলসায়েবাকে সতর্ক করে দিয়েছিলেন। গুলসাহেবা প্রথম দিকে স্বামীর কথামতোই চলতেন। পরে আবার তিনি নিজেকে আধুনিকভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেন। এই নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে বেশ কয়েকবার ঝগড়াও হয়েছিল। এবছর আগস্টের শেষে চাকরি সূত্রে আবার সৌদি আরবে চলে যান মহম্মদ সেলিম। ৪ অক্টোবর সৌদি আরব থেকে সেলিম তাঁর স্ত্রী গুলসায়েবাকে ভিডিও কল করেছিলেন। আর সেই ভিডিও কলে সেলিম দেখতে পান তাঁর স্ত্রী ভ্রু কেটে ধনুকের আকৃতি করেছেন। ভিডিও কলে স্ত্রী’‌র সেই ভ্রু–র লোমের ধনুক আকৃতি দেখে সেলিম ক্ষেপে যান। সঙ্গে সঙ্গেই তিনি স্ত্রীকে এই নতুন ফ্যাশন নিয়ে প্রশ্ন করেন।
গুলসায়েবা সেলিমকে জানান তাঁর ভ্রু–র লোম অনেকটাই বেড়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে তিনি কেটে এই আকৃতি করেছেন। সেই ব্যাখ্যা শুনে রেগে যান সেলিম। এবং তিনি গুলসায়েবাকে বলেন, তাঁর আপত্তি থাকা সত্ত্বেও কেন ভ্রু–র লোম কেটেছে। তারপরে তিনি ভিডিও কলে তিন তালাক দেন গুলসাহেবাকে। এবং তিন তালাক দেওয়ার পর ফোন কেটে দেন পরে। বেশ কয়েকবার গুলসায়েবা সেলিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু সেলিম তাঁর ফোন ধরেননি।
এরপর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন গুলসায়েবা। তিন তালাক আইনে অভিযোগ দায়ের করা ছাড়াও তিনি স্বামী সেলিম, শাশুড়িসহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করেছেন। বধূ নির্যাতন ছাড়াও যৌতুকের জন্য হয়রানির অভিযোগও তিনি পরিবারের সদস্যদের বিরুদ্ধে করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!