Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৮, ২০২৩

টানা ৫ ম্যাচ জয়ের পর হার, মুম্বইয়ের বিজয়রথ থামাল ইউপি ওয়ারিয়র্জ

আরম্ভ ওয়েব ডেস্ক
টানা ৫ ম্যাচ জয়ের পর হার, মুম্বইয়ের বিজয়রথ থামাল ইউপি ওয়ারিয়র্জ

মহিলাদের প্রিমিয়ার লিগে দারুণ গতিতে এগোচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাদের বিজয়রথ থামাল ইউপি ওয়ারিয়র্জ। ষষ্ঠ ম্যাচে এসে প্রথমবার হারের সম্মুখীন হতে হল হরমনপ্রীত কাউরের দলকে। ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্স পৌঁছে গেছে প্লে অফে। ইউপি ওয়ারিয়রর্জ ৫ উইকেটে ম্যাচ জেতায় প্লে অফের স্বপ্ন শেষ হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ৩ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইউপি ওয়ারিয়র্জ।

টস জিতে এদিন মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান ইউপি ওয়ারিয়র্জের অধিনায়ক অ্যালিসা হিলি। ভাল শুরু করেও চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। ওপেনিং জুটিতে ৩০ রান ওঠার পর আউট হন যস্তিকা ভাটিয়া। মাত্র ৭ রান করে তিনি অঞ্জলি সর্বানির বলে বোল্ড হন। ন্যাট স্কিভারও এদিন বড় রান করতে পারেনি। সোফিয়ে একলেস্টোনের বলে তিনি এলবিডব্লিউ আউট হয়ে ফিরে যান। মাত্র ৫ রান করেন ন্যাট স্কিভার।

৩৯ রানে ৩ উইকেট হারানোর পর দলকে টানছিলেন হেইলি ম্যাথিউজ ও অধিনায়ক হরমোনপ্রীত কাউর। একাদশ ওভারে আউট হন হেইলি ম্যাথিউজ। ৩০ বলে তিনি করেন ৩৫ রান। ২২ বলে ২৫ রান করে আউট হন হরমোনপ্রীত কাউর। এর পরই ধস নামে মুম্বই ইন্ডিয়ান ইনিংসে। আইসি ওঙ ছাড়া পরের দিকে আর কোনও ব্যাটার দান পাননি। ১৯ বলে তিনি করেন ৩২ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। দুরন্ত বোলিং করে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন সোফিয়ে একলেস্টোন। দুটি করে উইকেট পান রাজেশ্বরী গায়কোয়ার ও দীপ্তি শর্মা।

জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না ইউপি ওয়ারিয়র্জের কাছে। কিন্তু দ্বিতীয় ওভারে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইউপি ওয়ারিয়র্জ। নিজের প্রথম বলেই দেবিকা বৈদ্যকে (১) তুলে নেন হেইলি ম্যাথিউজ। অ্যালিসা হিলিও রান পাননি। মাত্র ৮ রান করে তিনি আইসি ওংয়ের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। ১২ রান করে আউট হন কিরণ নবগিরে। ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয় পড়ে ইউপি ওয়ারিয়র্জ। এরপর তাহলিয়া ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিস দলকে টেনে নিয়ে যান। ২৫ বলে ৩৮ রান করে অ্যামিলিয়া কেরের বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তাহলিয়া ম্যাকগ্রা। ২৮ বলে ৩৯ রান করে অ্যামিলিয়ার বলেই আউট হন হ্যারিস। শেষ ওভারে জয়ের জন্য ইউপি-র দরকার ছিল ৫ রান। তৃতীয় বলে ৬ মেরে দলকে জয় এনে দেন সোফিয়ে একলেস্টোন। ২৯.৩ ওভারে ১২৯/৫ তুলে ম্যাচ জিতে নেয় ইউপি। ১৭ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন একলেস্টোন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!