- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১১, ২০২৩
স্মৃতিতে কি বিরাট ছায়া ? চতুর্থ ম্যাচেও জয়ের খরায় ব্যাঙ্গালোর
স্মৃতি মানধানাদের গায়ে যেন বিরাট কোহলিদের স্পর্শ। আইপিএলে এখনও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সাফল্য এনে দিতে পারেননি কোহলিরা। মহিলা প্রিমিয়ার লিগে ৪ ম্যাচ খেলা হয়ে গেল, অথচ এখনও জয় অধরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। শুক্রবার স্মৃতি মানধানাদের ১০ উইকেটে উড়িয়ে দিল ইউপি ওয়ারিয়র্জ। বল হাতে ইউপি ওয়ারিয়র্জের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন সোফিয়ে একলেস্টোন। দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয় এনে দেন অধিনায়ক অ্যালিসা হিলি। প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স। জবাবে ১৩ ওভারে ১৩৯/০ রান তুলে ম্যাচ জিতে নেয় ইউপি।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক স্মৃতি মান্ধানা। ভাল শুরু করেছিলেন সোফিয়ে ডিভাইন। ওপেনিং জুটিতে ৩ ওভারে স্মৃতি মান্ধনার সঙ্গে তুলে ফেলেন ২৯। চতুর্থ ওভারের প্রথম বলেই স্মৃতি মান্ধানাকে (৪) তুলে নেন রাজেশ্বরী গায়কোয়াড়। এরপর ব্যাঙ্গালোরকে টেনে নিয়ে যান সোফিয়ে ডিভাইন ও এলিসে পেরি। ৭৩ রানের মাথায় আউট হন সোফিয়ে ডিভাইন (২৪ বলে ৩৬)। এরপরই ধস নামে ব্যাঙ্গালোর ইনিংসে। কনিকা আহুজা (৮), হিদার নাইট (২), শ্রেয়াঙ্কা পাটিল (১৫), রিচা ঘোষরা (১) রান পাননি। শেষ পরপ্যন্ত ১৯.৩ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোরের ইনিংস। ৩৯ বলে সর্বোচ্চ ৫২ রান করেন এলিসে পেরি। দুরন্ত বোলিং করে ১৩ রানে ৪ উইকেট তুলে নেন ইউপি ওয়ারিয়র্জের সোফিয়ে একলেস্টোন। ২৬ রানে ৩ উইকেট পান দীপ্তি শর্মা।
জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না ছন্দে ফেরা ইউপি ওয়ারিয়র্জের সামনে। দেবিকা বৈদ্য ও অ্যালিসা হিলি জুটি কোনও সুযোগই দেননি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলারদের। শুরু থেকেই এই জুটি শ্রেয়াঙ্কা পাতিল, রেনুকা সিংদের ওপর দাপট দেখাতে থাকেন। শেষ পর্যন্ত ১৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৩৯ রান তুলে ম্যাচ জিতে নেয় ইউপি ওয়ারিয়ার্জ। ৪৭ বলে ৯৬ রান করে অপরাজিত থাকেন অ্যালিসা হিলি। ৩১ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন দেবিকা বৈদ্য।
❤ Support Us