Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৮, ২০২৪

উত্তরপ্রদেশে পুরুষ দর্জি এবং ক্ষৌর কর্মীদের ওপর জারি হোক বিধিনিষিধ, প্রস্তাব মহিলা কমিশনের

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরপ্রদেশে পুরুষ দর্জি এবং ক্ষৌর কর্মীদের ওপর জারি হোক বিধিনিষিধ, প্রস্তাব মহিলা কমিশনের

এবার পুরুষ দর্জি আর নাপিতের ক্ষেত্রে বিধি নিষেধের প্রস্তাব উত্তরপ্রদেশে । সেরাজ্যের মহিলা কমিশনের তরফে বলা হয়েছে, নারীদের ‘খারাপ স্পর্শ’ থেকে বাঁচাতেই এই নিদানের সুপারিশ । যোগী রাজ্যে, ২৮ অক্টোবর এবিষয়ে একটি বৈঠক হয়, সেখানেই সিদ্ধান্ত হয় কোনো পুরুষ দর্জি মহিলাদের পোশাক তৈরির সময়, তাদের মাপ নিতে পারবেন না, পাশাপাশি মহিলাদের চুল কাটার ক্ষেত্রেও একই বিধিনিষেধ জারির কথা বিবেচিত হয় ।

উত্তরপ্রদেশের মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান, এসংক্রান্ত প্রস্তাবে বলেছেন, শুধুমাত্র মহিলা দর্জিরাই মহিলাদের পোশাক তৈরির মাপ নিতে পারবেন। গোটা বিষয়টাই সিসিটিভির আওতায় রাখা হবে । চেয়ারপার্সনের এই প্রস্তাবে সম্মতি জানান বাকি সদস্যরা। পাশাপাশি কোনো সেলুনে পুরুষ ক্ষৌরকর্মী থাকলে, সেখানে মহিলাদের চুল কাটা যাবে না, এ প্রস্তাবও ওঠে। বিধিনিষেধ ঘিরে সেরাজ্যের মহিলা কমিশনের যুক্তি, এই ধরণের পেশায় জড়িত পুরষদের জন্যই নারীদের শ্লীলতাহানীর ঘটনা বাড়ছে, ক্ষৌরকর্মী এবং পোশাক নির্মাতারা কাজের অছিলায় মহিলাদের খারাপ ভাবে স্পৰ্শ করার সুযোগ পায়। তবে এপ্রসঙ্গে মহিলা কমিশনের সদন্য হিমানি আগরওয়ালের বক্তব্য, ‘ সব পুরুষেরই যে খারাপ মনোবৃত্তি থাকে তা নয়, কিছুজনের উদ্দেশ্য ভালো নয়।’ তিনি আরও বলেন, এটি এখনো পর্যন্ত যোগী সরকারের কাছে রাজ্য মহিলা কমিশনের তরফে সুপারিশ। পরবর্তীতে এ বিষয়ে আইন বলবৎ করার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করবে কমিশন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!