- প্রচ্ছদ রচনা
- মার্চ ১০, ২০২২
উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়, ম্যাজিক ফিগার পেরল বিজেপি।মানুষের মন জিতে’ আবারও ক্ষমতায় বসতে চলেছেন যোগী আদিত্যনাথই।

আজ ৫ রাজ্যের বিধানসভার ফল ঘোষণা শুরু। উত্তরপ্রদেশে আবার ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি? পাঞ্জাবে কি এবার বদলের হাওয়া? কী ফল গোয়া, মণিপুর, উত্তরাখণ্ডে? ফলঘোষণার যা আপডেট জানা যাচ্ছে তাতে এ পর্যন্ত ‘মানুষের মন জিতে’ আবারও মসনদে বসতে চলেছেন যোগী আদিত্যনাথই। উত্তরপ্রদেশে গেরুয়া শিবির এগিয়ে ১২০টি আসনে, সমাজবাদী পার্টি এগিয়ে ৪৬টি আসনে, আপনা দল এগিয়ে ৫টি আসনে, কংগ্রেস এগিয়ে ৪টি আসনে।
উল্লেখ্য, সাত দফায় উত্তরপ্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি ছিল প্রথম দফা নির্বাচন। ৭ মার্চ শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হয় যোগী রাজ্যে। প্রথম দফা নির্বাচনে উত্তরপ্রদেশে ভোট পড়ে ৬৯.৪২ শতাংশ। ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয় ৫৫ টি কেন্দ্রে। ভোট পড়ে ৬৪.৬৬ শতাংশ। ২০ ফেব্রুয়ারি ৫৯টি আসনে নির্বাচন হয়। ভোট পড়েছিল ৬২.৪৯ শতাংশ। ২৩ ফেব্রুয়ারি চতুর্থদফায় ৫৯টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং ভোট পড়েছিল৬২.৮২ শতাংশ। পঞ্চম দফা নির্বাচনে ভোট পড়ে ৫৮.৩৩ শতাংশ। ষষ্ঠ দফা নির্বাচনে ভোট পড়ে ৫৫.৭৯ শতাংশ। ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভোট পড়েছিল ৬০ শতাংশ। তাৎপর্যপূর্ণভাবে ২০২২ সালে অপেক্ষাকৃত কম ভোট পড়েছে। এই বছর উত্তরপ্রদেশে ভোট পড়েছে ৫৭.১৭ শতাংশ।
লোকসভা নির্বাচনের নিরিখে এবারের উত্তপ্রদেশ নির্বাচনে জয়লাভ বিজেপি-র জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল। যোগী রাজ্যে প্রচারের জন্য গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে শুরু করে প্রথম সারির বিজেপি নেতারা। এই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন যোগী। সার্বিক দিক থেকে এবারের ভোট বিজেপি-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কংগ্রেস এবার কেমন ফল করবে? তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েকঘণ্টার মধ্যে। এরই মধ্যে পাঞ্জাবে আপের ‘মুখ্যমন্ত্রী মুখ’ ভগবন্ত মান এগিয়ে ধুরি কেন্দ্রে। কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নি এগিয়ে চমকৌর সাহেব কেন্দ্রে। ক্যাপ্টেন অমরিন্দর সিংহ এগিয়ে পাতিয়ালায় এবং অমৃতসর পূর্ব কেন্দ্রে এগিয়ে রয়েছেন সিধু।
গোয়ায় এই প্রথমবার ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। ৭০ আসনের উত্তরাখণ্ডে ভোটের আগে বেশ কয়েকজন মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। শিরোমণি অকালি দল, কংগ্রেস, বিজেপির পাশাপাশি এখানে লড়াই করছে আম আদমি পার্টি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় লড়াই মূলত কংগ্রেস ও বিজেপির।
পঞ্জাবে আপের দখলে ৫২, কংগ্রেস ৩৭, শিরোমণি অকালি দল ২১, বিজেপি ৫, অন্যান্য ১ টি আসন পেয়েছে। উত্তরপ্রদেশ বিজেপি ১৬৫, এসপি ৮৫, বিএসপি ৫, কংগ্রেস ৩, অন্যান্য ২ টি করে আসন পেয়েছে। উত্তরাখণ্ড বিজেপি ৩৪, কংগ্রেস ৩৪, আপ ০, অন্যান্য ১ টি আসন লাভ করেছে। গোয়ায় বিজেপি ১৫, কংগ্রেস ১৫, তৃণমূল ৭, অন্যান্য ১টি করে আসন পেয়েছে। মণিপুরে বিজেপি ১০, কংগ্রেস ১০, এনপিপি ৮, এনপিএফ ৮, অন্যান্য ১করে আসন পেয়েছে। সি ভোটার, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, পোল স্ট্র্যাট বা জন কি বাত, সবারই বুথ ফেরত সমীক্ষায় পঞ্জাবে পালাবদলের ইঙ্গিত। ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দ্বিতীয় স্থানে থাকতে পারে কংগ্রেস। বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে সামান্য কিছু আসন। তবে এবারও ইউপির মসনদ যে যোগী আদিত্যনাথের দখলে তা পরিস্কার ।
❤ Support Us