Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ১৭, ২০২৩

টানা ১৪ ম্যাচ জয়ের পর হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

আরম্ভ ওয়েব ডেস্ক
টানা ১৪ ম্যাচ জয়ের পর হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের পর অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছিল আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকেও একের পর এক ম্যাচে জয়। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচেও জয়ের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছিল লিওনেল মেসির দল। অবশেষে টানা ১৪ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের কাছে ২–০ ব্যবধানে হারতে হল মেসিদের।

বিশ্বকাপে সৌদি আরবের কাছে পরাজয়ের পর এটাই প্রথম হার আর্জেন্টিনার। আর বিশ্বকাপ বাছাই পর্বে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথমবার হারতে হল লিওনেল মেসিদের। ভাল ফুটবল উপহার দিলেও উরুগুয়ের জালে বল ঢোকাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক। প্রায় এক বছর পর এই প্রথম দেশের জার্সি গায়ে গোল করতে ব্যর্থ হলেন লিওনেল মেসি।

উরুগুয়ের বিরুদ্ধে এদিন বিশ্বচ্যাম্পিয়নের মতো খেলতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে তেমন কোনও সুযোগও তৈরি করতে পারেননি লিওনেল মেসিরা। গোটা প্রথমার্ধ জুড়ে রীতিমতো গা–জোয়ারি ফুটবল। বেশ কয়েকবার হাতাহাতিতেও জড়িয়ে পড়েন দু’‌দলের ফুটবলাররা। লিওনেল মেসি, ক্যাসেরেসদের ধাক্কাধাক্কি করতেও দেখা যায়।

উরুগুয়ে অবশ্য প্রথমার্ধেই গোল তুলে নেয়। ম্যাচের ৪১ মিনিটে মলিনার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে আর্জেন্টিনার বক্সে সেন্টার করেন মাতিয়াস ভিনা। সেই বল ধরে কোনাকুনি শটে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো  মার্টিনেজকে পরাস্ত করে বল জালে পাঠান আরাইহো। বিশ্বকাপের পর এই প্রথম গোল হজম করেন মার্টিনেজ।

সমতা ফেরানোর জন্য দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। বেশ কয়েকটা সুযোগ তৈরি করেন লিওনেল মেসি। কিন্তু তিন কাঠি ভেদ করতে পারেননি। সমতা ফেরানোর জন্য মরিয়া আর্জেন্টিনা শেষ দিকে অলআউট আক্রমণে যায়। আর সেই সুযোগেই ম্যাচের ২৭ মিনিটে উরুগুয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন নুনিয়েজ। উরুগুয়ের কাছে হারলেও লাতিন আমেরিকার গ্রুপ পর্বে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১২। অন্যদিকে, ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল আর্জেন্টিনা।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!