Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৩, ২০২৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত লুই সুয়ারেজের

আরম্ভ ওয়েব ডেস্ক
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত লুই সুয়ারেজের

দেশের জার্সিতে আর খেলতে দেখা যাবে না লুই সুয়ারেজকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার। শনিবার ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে জীবনের শেষ ম্যাচটি খেলবেন লুই সুয়ারেজ।
সোমবার মন্টেভিডিওর সেন্টেনারিও স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনে অশ্রুসিক্ত চোখে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে সুয়ারেজ বলেন, ‘‌কথাটা জানাতে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তবু বলতে বাধ্য হচ্ছি। আগামী শুক্রবার (‌ভারতীয় সময় শনিবার ভোর)‌ জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলব। আমার মনে হয় সঠিক সময়েই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। পরের বিশ্বকাপে আমার খেলা খুবই কঠিন। চোটের জন্য আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছি না, নিজের ইচ্ছায় অবসর নিচ্ছি।’‌ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন সুয়ারেজ।
২০০৭ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় সুয়ারেজের। উরুগুয়ের জার্সি গায়ে ১৪২ ম্যাচে করেছেন ৬৯ গোল। আন্তর্জাতিক ফুটবলে তিনিই দেশের সর্বোচ্চ গোলদাতা। উরুগুয়ের হয়ে ৪টি বিশ্বকাপ খেলেছেন সুয়ারেজ। ৫ বার কোপা আমেরিকা খেলেছেন। তাঁর দুরন্ত পারফরমেন্সের সুবাদেই ২০১১ সালে কোপা আমেরিকা জিতেছিল উরুগুয়ে। ৪ গোল করে প্রতিযোগিতার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষেও গোল করেছিলেন।
ক্লাব ফুটবলে আয়াক্স, লিভারপুল, বার্সিলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো সেরা সেরা ক্লাবেও খেলেছেন। এই বছর মেজর লিগ সকারে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। মূলত বন্ধু লিওনেল মেসির উদ্যোগেই মায়ামিতে যোগ দেওয়া। আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সুয়ারেজ।
ফুটবল মাঠে বারবার বিতর্কেও জড়িয়েছেন সুয়ারেজ। সবথেকে বেশি বিতর্ক হয়েছিল ২০১৪ বিশ্বকাপে। ইতালির জর্জো চিয়েল্লিনিকে কামড়ে দিয়ে ৪ মাস নির্বাসিত হয়েছিলেন। তার আগের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ঘানার বিরুদ্ধে গোললাইন থেকে হাত দিয়ে বল আটকে নিশ্চিত গোল বাঁচিয়েছিলেন। সেই ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলেও দলের নিশ্চিত পরাজয় আটকেছিলেন। কারণ, সুয়ারেজের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিল ঘানা। পরে টাইব্রেকারে হেরে যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!