- দে । শ
- আগস্ট ২৮, ২০২৩
সোমালিয়ায় খতম ১৩ আল শাবাব জঙ্গি। মার্কিন দাবি, সরকারের অনুরোধে ‘আত্মরক্ষার্তক’ বিমান হামলা

দক্ষিণ সোমালিয়ায় ১৩ জন আল শাবাব যোদ্ধাকে হত্যা করা হয়েছে। রবিবার মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছে। সোমালিয়া সরকারের অনুরোধে দক্ষিণ সোমালিয়ায় সম্মিলিত আত্মরক্ষা বিমান হামলা চালানো হয়েছিল বলে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। তাতেই ১৩ জন আল শাবাব যোদ্ধা নিহত হয়েছে।
দীর্ঘদিন ধরেই আল শাবাব সোমালিয়ার কয়েকটা অঞ্চল দখল করে নিয়েছিল। এক বছর আগে সোমালিয়া সরকার এবং মিত্র বাহিনী একটা অভিযান শুরু করেছিল আল শাবাবকে দেশের কেন্দ্রের কিছু অংশের বাইরে ঠেলে দিয়েছিল। তারপরেও এই জঙ্গী গোষ্ঠী বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে। সোমালিয়ার সেনাবাহিনী এবং মিত্র বাহিনী শুক্রবার বিদ্রোহীদের হাত থেকে এল বুর শহর দখল করে নেয়। দেশের কেন্দ্রীয় অঞ্চল আল শাবাব মিলিশিয়াদের প্রধান শক্ত ঘাঁটি। তাদের হাত থেকে এল বুর শহর দখল করা অভিযানের একটা উল্লেখযোগ্য অগ্রগতি।
ইউএস–আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এক বিবৃতিতে জানিয়েছে, ‘শনিবার সোমালিয়া সরকারের অনুরোধে কিসমায়ো থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর–পশ্চিমে সিয়েরার কাছে আল শাবাবের বিরুদ্ধে একটা যৌথ আত্মরক্ষামূলক বিমান হামলা চালানো হয়েছে। সোই বিমান হামলায় ১৩ জন আল শাবাব যোদ্ধা নিহত হয়েছে। কোনও বেসামরিক লোক আহত বা নিহত হয়নি।’
❤ Support Us