- এই মুহূর্তে বি। দে । শ
- অক্টোবর ৩০, ২০২৪
মার্কিন নির্বাচনে ডোনাল্ড-কমলার জোর টক্কর
আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কমলা হ্যারিসের লড়াই তুঙ্গে। ভোটের আগে বিভিন্ন সংস্থা সমীক্ষা চালিয়েছে। রয়টার্স/ইপসোসের সমীক্ষায় দেখা গেছে ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় ১ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন।
মঙ্গলবার রয়টার্স/ইপসোসের সমীক্ষা প্রকাশিত হয়েছে। এই সমীক্ষায় দেখা গেছে কমলা হ্যারিসের দিকে জনমত ৪৪ শতাংশ, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের দিকে জনমত ৪৩ শতাংশ। আগের তুলনায় কমলা হ্যারিসের পক্ষে জনমত সামান্য হলেও কমেছে। ১৬ থেকে ২১ অক্টোবর রয়টার্স/ইপসোসের এক সমীক্ষায় দেখা গিয়েছিল বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ২ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন। সেপ্টেম্বরের শেষের দিক থেকে হ্যারিসের সমর্থন কিছুটা হলেও সঙ্কুচিত হয়েছে।
রয়টার্স/ইপসোসের সমীক্ষায় ৯৭৫ নিবন্ধিত ভোটারসহ দেশব্যাপী ১১৫০ জন প্রাপ্তবয়স্কর মতামত নিয়েছে। ভোটাররা যে বিষয়গুলিকে সবচেয়ে বেশি চাপের বলে মনে করেন, তার মধ্যে বেশ কয়েকটি বিষয়ে ট্রাম্পকে হ্যারিসের তুলনায় এগিয়ে রেখেছে। দুই প্রার্থীর মধ্যে কার অর্থনীতি, বেকারত্ব এবং চাকরির ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভাল, সে সম্পর্কে ৩৭ থেকে ৪৭ শতাংশ ভোটার ট্রাম্পকে এগিয়ে রেখেছেন। সর্বশেষ সমীক্ষায় ২৬ শতাংশ ভোটার চাকরি এবং অর্থনীতিকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে উল্লেখ করেছেন। ২৪ শতাংশ রাজনৈতিক চরমপন্থা ও ১৮ শতাংশ অভিবাসন সমস্যার কথা তুলে ধরেছেন।
নীতির পরিপ্রেক্ষিতে ট্রাম্পের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হতে পারে অভিবাসন বিষয়টা। এই ইস্যুতে তিনি কট্টরপন্থী প্রস্তাব উত্থাপন করেছেন, যার মধ্যে অবৈধভাবে অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। সর্বশেষ সমীক্ষায় প্রায় ৪৮ শতাংশ ভোটার বলেছেন যে অভিবাসন সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি সবচেয়ে ভাল। আর এই ব্যাপারে হ্যারিসকে সমর্থন করেছেন ৩৩ শতাংশ ভোটার।
অন্যদিকে, রাজনৈতিক চরমপন্থার ব্যাপারে হ্যারিসের পক্ষে রয়েছেন ৪০ শতাংশ। ১৬–২১ অক্টোবরের সমীক্ষায় চরমপন্থা নিয়ে ট্রাম্পের থেকে ৭ শতাংশে হ্যারিসের তুলনায় এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের উপর হ্যারিসের সামান্য লিড ৫ নভেম্বর পর্যন্ত নির্বাচনে জয়ী হওয়ার জন্য যথেষ্ট নাও হতে পারে। রয়টার্স/ইপসস পোলসহ জাতীয় সমীক্ষা, নির্বাচকদের মতামতের উপর গুরুত্বপূর্ণ সংকেত দেয়। কিন্তু ইলেক্টোরাল কলেজের রাজ্য প্রতি ফলাফল বিজয়ী নির্ধারণ করে। ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করেন। ইলেক্টোরাল কলেজে জয়লাভ করেন। যদিও তিনি জাতীয় জনপ্রিয় ভোটে দুই পয়েন্টে জিতেছিলেন। সমীক্ষাগুলি দেখিয়েছে যে, হ্যারিস ও ট্রাম্পের রাজ্যগুলিতে লড়াই সমানে সমানে।
❤ Support Us