Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৩, ২০২৩

তেল আবিভে মার্কিন বিদেশমন্ত্রী, সীমান্তে হাই অ্যালার্ট জারি ইসরায়েলের

আরম্ভ ওয়েব ডেস্ক
তেল আবিভে মার্কিন বিদেশমন্ত্রী, সীমান্তে হাই অ্যালার্ট জারি ইসরায়েলের

ইসরায়েল শুক্রবার শত শত ফিলিস্তিনি শ্রমিককে মুক্তি দিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকে তারা ইসরায়েলি জেলে আটক ছিল। শুক্রবার ভোরে গাজা সীমান্তে এই শ্রমিকদের নামিয়ে দেওয়া হয়। তারপর তারা কেরেম শ্যালোম সীমান্ত দিয়ে অবরুদ্ধ ছিটমহলের দক্ষিণ প্রান্তে চলে যায়।

রাষ্ট্রসঙ্ঘের তরফে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গাজায় ইসরায়েল ও হামাস যুদ্ধের উপর অনেক বেশি মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে। ফিলিস্তিনে সে দেশের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সেনা পশ্চিম তীরের পরিস্থিতি উদ্বেগজনক ও জরুরী করে তুলেছে।  পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতিকেও উদ্বেগজনক ও জরুরী বলে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার অফিসের মুখপাত্র এলিজাবেথ থ্রোসেল জেনেভা থেকে এক বিবৃতিতে উল্লেখ করেছেন।

গাজা ও পশ্চিম তীরের প্রায় ২৭ মিলিয়ন মানুষকে সাহায্য করার জন্য রাষ্ট্রসঙ্ঘ শুক্রবার ১.২ বিলিয়ান ডলার সাহায্য আহ্বান করেছে।
গাজার সমগ্র জনসংখ্যা এবং অধিকৃত পশ্চিম তীরের২.৭ মিলিয়ন মানুষের চাহিদা মেটাতে ১.২ বিলিয়ান ডলার খরচ ধরা হয়েছে বলে অফিস অফ দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স জানিয়েছে।

তারা জানিয়েছেন, ১২ অক্টোবর করা আবেদনটি ১.৩ মিলিয়ান মানুষকে সাহায্য করার জন্য ২৯৪ মিলিয়ান ডলার চেয়েছিল। তারপর থেকে পরিস্থিতি ক্রমেই ভয়ানক হয়ে উঠতে থাকে।

ইসরায়েলি সামরিক বাহিনীর তরফে বলা হয়েছে  লেবাননের সঙ্গে দেশের উত্তর সীমান্তে খুব উচ্চ সতর্কতায় রয়েছে এবং সীমান্তে প্রতিটি ঘটনার প্রতিক্রিয়া যথাস্থানে জানাচ্ছে।

এদিকে হিজবুল্লাহর নেতা সাইয়োদ নাসরুল্লাহ, যাকে ইসরায়েল কর্তৃক সন্ত্রাসী হিসাবে ঘোষণা করা হয়েছে, ৩ নভেম্বরের পরে তিনি একটি বড়ো ভাষণ দিতে চলেছেন।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্ণশ্রী বাহিদ্ধা-নুকারা বলেছেন, ইসরায়েলে হামলার সময় হামাসের হাতে বন্দী হওয়া ২৩ জন থাই নাগরিকের মুক্তির বিষয়ে তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পর্ণশ্রী বাহিদ্ধা-নুকারা এই সপ্তাহে বন্দীদের বিষয়ে আলোচনার জন্য কাতার এবং মিশর গিয়েছেন এবং দোহায় তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে দেখা করেছেন।

এদিকে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ইসরায়েল সফরের আগেই ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর ঘেরাও সম্পূর্ণ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, “আমরা গাজা শহরের উপকন্ঠ ছাড়িয়ে এগিয়ে চলেছি।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!