- এই মুহূর্তে বি। দে । শ
- জানুয়ারি ১৫, ২০২৬
মার্কিন নিষেধাজ্ঞা এবার ভিসায়, তালিকায় নাম কোন কোন দেশের ?
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েই চলেছেন। বেশি কড়াকড়ি শুরু করেছেন শুল্ক ও ভিসার ব্যাপারে। বিভিন্ন দেশের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এইচ ১–বি ভিসা নিয়েও যথেষ্ট কড়াকড়ি করেছেন। এবার আরও বড়ো পদক্ষেপ গ্রহন করল মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া, ইরান এবং আফগানিস্তান সহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
যেসব দেশের নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হুমকি মনে হচ্ছে, সেই সব দেশের আবেদনকারীর ওপর কড়া নজর রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন অনুযায়ী ভিসা প্রত্যাখ্যান করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব দেশের বিরুদ্ধে আমেরিকা এই পদক্ষেপ নিয়েছে তার মধ্যে রয়েছে রাশিয়া, সোমালিয়া, আফগানিস্তান, ইরাক, মিশর, ব্রাজিল, ইরান, নাইজেরিয়া, থাইল্যান্ড এবং ইয়েমেন। এই স্থগিতাদেশ ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
মিনিয়াপলিসে করদাতাদের অর্থায়নে পরিচালিত সুবিধা কর্মসূচির ব্যাপক অপব্যবহার উন্মোচিত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র সোমালিয়ার ওপর কড়া নজর রাখছে। জড়িত ব্যক্তিদের অনেকেই সোমালিয়ার নাগরিক অথবা সোমালিয়ান–আমেরিকান। ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করার ব্যাপারে নানা কারণ রয়েছে। একদিকে যেমন অবৈধ অভিবাসন বন্ধ করা, তেমনই রয়েছে বিদেশি নাগরিকরা যেন আমেরিকায় ঢুকে হুমকি হয়ে না দাঁড়াতে পারে।
প্রকৃতপক্ষে, ২০২৫ সালের নভেম্বরে বিশ্বজুড়ে দূতাবাসগুলিতে পাঠানো স্টেট ডিপার্টমেন্টের তারবার্তায় কনস্যুলার অফিসারদের অভিবাসন আইনের পাবলিক চার্জ বিধানের অধীনে নতুন স্ক্রিনিং নিয়ম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছিল। এই নির্দেশিকা কনস্যুলার অফিসারদের এমন আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যান করার ক্ষমতা দেয় যারা জনসাধারণের সুবিধার ওপর নির্ভরশীল হতে পারে। এতে স্বাস্থ্য, বয়স, ইংরেজি দক্ষতা এবং এমনকি দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবার সম্ভাব্য প্রয়োজনীয়তা সহ বেশ কয়েকটি বিষয় বিবেচনা করা হবে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে যে, তারা দীর্ঘদিনের কর্তৃত্ব ব্যবহার করে অভিবাসীদের অযোগ্য ঘোষণা করবে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নসাধারণের কাছে আবেদনকারী হয়ে ওঠেন এবং আমেরিকান জনগণের উদারতার সুযোগ নেন। এই ৭৫টি দেশ থেকে অভিবাসন বন্ধ থাকবে, যতক্ষণ না বিভাগ অভিবাসন প্রক্রিয়াকরণ পদ্ধতি নতুনভাবে মূল্যায়ন করবে।
❤ Support Us








