শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের তৈরি টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
৮ নভেম্বর থেকে আমেরিকায় ৫-১১ বছর বয়সীদের জন্য শুরু হবে করোনা টিকাকরণ। মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের তৈরি টিকাকে ছাড়পত্র। জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিল আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ছাড়পত্র দিল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনও।
ওষুধের দোকান, শিশু চিকিৎসকের চেম্বার ছাড়া ছোটোদের জন্য স্কুলেও মিলবে ফাইজারের টিকা। দেওয়া হবে ২টি ডোজই।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34