- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১১, ২০২৩
ইতিহাস জকোভিচের, ইউএস ওপেন জিতে স্পর্শ করলেন মার্গারেটের ৫০ বছরের পুরনো রেকর্ড

উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারাজের কাছে হেরে ২৪ তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল নোভাক জকোভিচের। ইউএস ওপেনে স্বপ্নপূরণ করে নিলেন এই সার্বিয়ান তারকা। ফাইনালে দানিল মেদভেদেভকে ৬–৩, ৭–৬ (৭–৫), ৬–৩ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়লেন জকোভিচ। স্পর্শ করলেন দিলেন মার্গারেট কোর্টের এককভাবে জেতা ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের ৫০ অক্ষত রেকর্ড।
খেলার ফল দেখে অনেকেরই মনে হতে পারে, একপেশে লড়াইয়ে মেদভেদেভকে উড়িয়ে দিয়েছেন জকোভিচ। ব্যাপারটা কিন্তু মোটেই তা ছিল না। প্রথম সেটে ৬–৩ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় জকোভিচকে। দ্বিতীয় সেট টাইব্রেকারে নিয়ে যান মেদভেদেভ। ১ ঘন্টা ৪৪ মিনিটের তীব্র লড়াইয়ে শেষ পর্যন্ত ৭–৬ (৭–৫) দ্বিতীয় সেট জিতে নেন জকোভিচ। তৃতীয় সেটে অবশ্য ছন্দ ধরে রাখতে পারেননি মেদভেদেভ। ক্লান্তির জন্য পেরে ওঠেননি জকোভিচের সঙ্গে। ৬–৩ ব্যবধানে তৃতীয় সেট জিতে ইতিহাস গড়েন এই সার্বিয়ান টেনিস তারকা।
মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ এসেছিল সেরেনা উইলিয়ামসের সামনে। বেশ কয়েকবার চেষ্টা করেও পারেননি সেরেনা। সেই কাজটাই করে দেখালেন নোভাক জকোভিচ। মার্গারেট কোর্টের রেকর্ড স্পর্শ করার পর তিনি বলেন, ‘কখনও ভাবিনি এই পর্যন্ত পৌঁছতে পারব। তবে কয়েকবছর ধরে মনে হচ্ছিল মার্গারেট কোর্টের রেকর্ড ভাঙার চেষ্টা করা যেতে পারে। ইতিহাস গড়ার সুযোগ যখন রয়েছে, কেন সেটাকে নিজের করে নেব না। ছোট বেলায় স্বপ্ন দেখেছিলাম এই খেলার শীর্ষে পৌঁছনোর। এরজন আমাকে ও আমার পরিবারকে অনেক বাধা পার হতে হয়েছে।’
❤ Support Us