Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ২৮, ২০২৪

মহাকাব্যিক ম্যাচ, ৫ ছন্টা ৩৫ মিনিট লড়াই করে ইউএস ওপেনে রেকর্ড ইভান্স–খাচানভের

আরম্ভ ওয়েব ডেস্ক
মহাকাব্যিক ম্যাচ, ৫ ছন্টা ৩৫ মিনিট লড়াই করে ইউএস ওপেনে রেকর্ড ইভান্স–খাচানভের

ইউএস ওপেনের ইতিহাসে দীর্ঘতম ম্যাচ খেলে ইতিহাস গড়লেন রাশিয়ার কারেন খাচানভ ও ব্রিটেনের ড্যানিয়েল ইভান্স। ভেঙে দিলেন স্টেফান এডবার্গ ও মাইকেল চ্যাংয়ের রেকর্ড। ৫ ঘন্টা ৩৫ মিনিটের ম্যাচে শেষ হাসি অবশ্য ইভান্সেরই। অবাছাই ইভান্স ৫ ঘণ্টা ৩৫ মিনিটের মহাকাব্যিক লড়াইয়ে ২৩ তম বাছাই খাচানভকে ৬–৭ (৬–৮), ৭–৬ (৭–২), ৭–৬ (৭–৪), ৪–৬, ৬–৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
৫ সেটের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিলেন ড্যানিয়েল ইভান্স। ম্যাচের প্রতিটা সেট শেষ হতে এক ঘণ্টার বেশি সময় লাগে। সবচেয়ে দীর্ঘ ম্যাচ খেলার আগের রেকর্ড ছিল স্টেফান এডবার্গ ও মাইকেল চ্যাংয়ের। ১৯৯২ সালে পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে ৫ ঘণ্টা ২৬ মিনিট লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত ৬–৭, (৩–৭), ৭–৫, ৭–৬ (৭–৩), ৫–৭, ৬–৪ গেমে জেতেন সুইডেনের এডবার্গ।
এদিকে, ইউএস ওপেনে খেলতে নামার আগে ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে গিয়েছিলেন শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। শেষ পর্যন্ত তাংর ফিজিওথেরাপিস্টের ওপর দায় চাপিয়ে খেলার অনুমতি দেওয়া হয় সিনারকে। বিতর্ককে পেছনে ফেলে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের অখ্যাত ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে প্রথম সেটে হেরে গেলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরের তিনটি সেট জিতে নেন সিনার। শেষ পর্যন্ত জেতেন ২–৬, ৬–২, ৬–১, ৬–২ ব্যবধানে।
দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তৃতীয় বাছাই কার্লোস আলকারাজও। ৬-২ গেমে প্রথম সেটটা জিতলেও দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হেরে যান বাছাইপর্ব পেরিয়ে আসা অস্ট্রেলিয়ার লি তুর কাছে। তবে পরের দুটি সেট ৬-৩, ৬-১ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে যান আলকারাজ। মেয়েদের বিভাগের শীর্ষ বাছাই ইগা সিওনতেক ও দুবারের চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। তবে হেরে গেছেন আর এক প্রাক্তন চ্যাম্পিয়ন এমা রাদুকানু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!