Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৩১, ২০২৪

ইউএস ওপেনে পুরুষদের ডাবলস ও মিক্সড ডাবলসের প্রি-কোয়ার্টার ফাইনালে রোহন বোপান্না

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউএস ওপেনে পুরুষদের ডাবলস ও মিক্সড ডাবলসের প্রি-কোয়ার্টার ফাইনালে রোহন বোপান্না

বুড়ো বয়সেও ভেল্কি দেখাচ্ছেন রোহন বোপান্না। ইউএস ওপেনে পুরুষদের ডাবলস ও মিক্সড ডাবলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন এই ভারতীয় টেনিস তারকা। ৪৪ বছর বয়সেও গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন দেখছেন বোপান্না।

মিক্সড ডাবলসে ইন্দোনেশিয়ার আলদিলা সুতজিয়াদির সঙ্গে জুটি বেঁধে ইউএস ওপেনে কোর্টে নেমেছেন রোহন বোপান্না। প্রথম রাউন্ডে বোপান্না ও আলদিলা জুটি হারিয়েছে ডেমি স্কয়ার্স ও টিম পুটিজ জুটিকে। খেলার ফল ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৫)। হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে হয়েছে বোপান্নাদের। দুটি সেটই গড়ায় টাইব্রেকারে। প্রি-কোয়ার্টার ফাইনালে বোপান্নাদের সামনে জন পিয়ার্স ও ক্যাটেরিনা সিনিয়াকোভা জুটি।

পুরুষদের ডাবলসে অবশ্য সহজেই প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি। দ্বিতীয় রাউন্ডে বোপান্নারা হারিয়েছে রবার্তো কারাবালে বায়েনা ও ফেডেরিকো কোরিয়ার জুটি। ম্যাচের ফল ৬-২, ৬-৪। প্রি-কোয়ার্টারে বোপান্নাদের সামনে আর্জেন্টিনার ম্যাক্সিমো গঞ্জালেজ ও আন্দ্রে মোলতেনি জুটি।

বোনান্না প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেও পুরুষদের ডাবলস থেকে ছিটকে গেলেন আর এক ভারতীয় এন শ্রীরাম বালাজি। যদিও দ্বিতীয় রাউন্ডের বাধা টপকালেন ইউকি ভামব্রি। আলবানো ওলিভেট্টির সঙ্গে। দ্বিতীয় রাউন্ডে ভামব্রি-ওলিভেট্টি জুটি হারিয়েছে অস্টিন ক্রাজিসেক ও জিন-জুলিয়েন রজার জুটিকে। খেলার ফল ৪-৬, ৬-৩, ৭-৫। শ্রীরাম বালাজি আর্জেন্টিনার গুইডো আন্দ্রেওজির সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেন মাইকেল ভেনাস-নিয়াল স্কপস্কি জুটির কাছে। খেলার ফল ৬-৭ (৪-৭), ৪-৬।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!