- প্রচ্ছদ রচনা
- মার্চ ১২, ২০২২
পুতিনকে বাউডেনের হুমকি, ‘গোয়েন্দা সূত্রের খবর প্রকাশ্যে বলব না, তবে ইউক্রেনে জৈব অস্ত্র প্রয়োগ করলে ভয়াবহ ফল ভুগতে হবে রাশিয়াকে।
রুশবাহিনী ইউক্রেনের উপর হামলা চালানোর পর থেকে প্রেসিডেন্ট জোলেনেস্কি বারবার ন্যাটো সহ ইউরোপের দেশগুলোর কাছে সাহায্য চেয়েছেন। ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো বিশেষত আমেরিকা সরাসরি যুদ্ধ ক্ষেত্রে নামবে না বলে প্রথমেই জানিয়ে দেয়। কিন্তু মস্কোকে শায়েস্তা করতে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন পুতিনকে হাতে নয় ভাতে মারার ব্যবস্থা করে চলেছে। আজ শনিবার রাশিয়ার উপর আরও একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়েছেআমেরিকা। এর পাশাপাশি কেন ইউক্রেনে সরাসরি সেনা পাঠাচ্ছে না হোয়াইট হাউজ , তার ব্যাখ্যাও দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন তিনি।
১৭ দিন কেটে গেলেও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামার কোনও ইঙ্গিত নেই। দু’দেশের মধ্যে দফায়-দফায় আলোচনা হলেও রফাসূত্র এখনও অধরা। এর মাঝেই পশ্চিমীর দেশগুলি আশঙ্কা করছে, এবার ইউক্রেনে জৈব অস্ত্র প্রয়োগ করবে মস্কো। শনিবার এনিয়ে সতর্ক করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বাইডেনের ঘোষণা, ‘গোয়েন্দা সূত্রে কী খবর পেয়েছি তা প্রকাশ্যে বলব না, তবে ইউক্রেনে জৈব অস্ত্র প্রয়োগ করলে ভয়াবহ ফল ভুগতে হবে রাশিয়াকে । তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে উসকে দেয়, এমন কোনও পদক্ষেপ থেকে বিরত থাকুক মস্কো। ‘
I called @ZelenskyyUa this morning to discuss our ongoing security, humanitarian, and economic assistance for the Ukrainian people. I updated him on the actions we are taking today in coordination with the G7 and EU to further raise the costs on Russia for its attack on Ukraine. pic.twitter.com/5lC8ueifFn
— President Biden (@POTUS) March 11, 2022
এদিকে, আমেরিকার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলে রাশিয়ার দাবি, বিশ্বের চোখে ধুলো দিয়ে ইউক্রেনে জৈব অস্ত্র তৈরি করছিল আমেরিকা। এহেন অভিযোগই ইউক্রেনে বিরুদ্ধে রাশিয়াক জৈব অস্ত্র প্রয়োগের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে মত ওয়াকিবহাল মহলের। তাদের দাবি, ইউক্রেন-আমেরিকার বিরুদ্ধে এই অভিযোগ এনে কিয়েভে জৈব অস্ত্র প্রয়োগের রাস্তা পরিষ্কার করছে মস্কো।
এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিলেও ইউক্রেনে সেনা পাঠাচ্ছে না আমেরিকা। বাইডেনের কাছে একাধিকবার সেনা পাঠানোর আবেদন করেছিলেন জেলেনস্কি। কিন্তু সেই আরজি গৃহীত হয়নি। কেন সেনা পাঠাচ্ছে না আমেরিকা, তার জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে আজ বাইডেন বলেছেন, ‘ইউক্রেনে আমরা রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াব না। রাশিয়া-ন্যাটোর সরাসরি সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাকে ত্বরান্বিত করবে। এটা আমরা হতে দিতে পারি না।’
এদিন জেলেনস্কিকে ফোন করে বাইডেন। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি নিয়ে জি-৭ গোষ্ঠী এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি সবরকমভাবে ইউক্রেনের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।
❤ Support Us