- এই মুহূর্তে বি। দে । শ
- নভেম্বর ২২, ২০২৪
নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত। আইসিসির সমালোচনায় হোয়াইট হাউস

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইজরায়েলের এই দুই নেতাকে ‘মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত’ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ–পিয়েরে এক প্রেস বিবৃতিতে এই সিদ্ধান্তের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘আমরা ইজরায়েলের দুই শীর্ষ নেতার গ্রেফতারি পরোয়ানা জারি করার আন্তর্জাতিক অপরাধ আদালতের সিদ্ধান্তকে মৌলিকভাবে প্রত্যাখ্যান করছি।’ তিনি পরোয়ানা চাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের তাড়াহুড়ার সমালোচনা করেছেন। এবং ইজরায়েলের দুই নেতাকে গ্রেফতারের ফলে কী হতে পারে, তার সাম্ভাব্য সমস্যাগুলির দিকে আলোকপাত করেছেন।
জ্যঁা–পিয়েরে আরও বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে আইসিসি–র এখতিয়ারের অভাব সম্পর্কে স্পষ্ট। এই প্রসিকিউটর বোঝাতে পারেননি এই দুই নেতার সঙ্গে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের কোনও সম্পর্ক নেই।’ হোয়াইট হাউস পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ইজরায়েলসহ তার সহযোগীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। জ্যাঁ–পিয়েরের এই বিবৃতিটি এসেছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার নেতাদের বিরুদ্ধে আইসিসি–র অভিযোগের মধ্যে ইজরায়েলের প্রতি সমর্থন প্রদর্শন অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার হেগে আইসিসি নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের অভিযুক্ত করেছে ‘মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধী’ হিসেবে’। অভিযোগের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের টার্গেট করা এবং গাজায় অনাহার নীতি প্রয়োগ। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক বিবৃতিতে আইসিসি–র সিদ্ধান্তের নিন্দা করেছেন। এটিকে বিদ্বেষমূলকত বলে অভিহিত করেছেন এবং কুখ্যাত ‘ড্রেফাস’ বিচারের সাথে তুলনা করেছেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিওতে নেতানিয়াহু বলেছেন, ‘হেগের আন্তর্জাতিক আদালতের ইহুদিবিরোধী সিদ্ধান্ত একটি আধুনিক ড্রেফাস বিচার এবং এটি একইভাবে শেষ হবে।’
১৩০ বছর আগে ফরাসি ইহুদি অফিসার আলফ্রেড ড্রেফাসের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহের অভিযোগ নিয়ে আসা হয়েছিল। নেতানিয়াহু বলেন, ‘এখন হেগের আন্তর্জাতিক আদালতের নেতৃত্বে একজন ফরাসি বিচারক রয়েছেন। এই জঘন্য অপরাধের পুনরাবৃত্তি করছে৷ তারা আমাকে এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের টার্গেট করার জন্য মিথ্যা অভিযোগ করছে।’
❤ Support Us