Advertisement
  • দে । শ
  • মে ২, ২০২৩

বাইডেন প্রশাসনের কব্জায় রুশ ভারত বৈঠকের গোপন নথি, তালিকায় আরও কয়েকটি দেশের নাম । দাবি, মার্কিন দৈনিকের

বাইডেন প্রশাসনের কব্জায় রুশ ভারত বৈঠকের গোপন নথি, তালিকায় আরও কয়েকটি দেশের নাম । দাবি, মার্কিন দৈনিকের

তাজাকিস্তানে মুখোমুখি ডোভাল নিকোলাই পাতরুশেভ।২৪ জুন,২০২১। ফাইল চিত্র

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে প্রখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাতরুশেভের মধ্যে আলোচনার নথি ফাঁস হয়েছে। এজন্যে কাঠগড়ায় তোলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে।

ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি পাতরুশেভকে আশ্বস্ত করেন, ভারত বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার পাশেই থাকবে। এমনকি ডোভাল এই আশ্বাস দেন, ভারতের সভাপতিত্বে জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে নয়াদিল্লি রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গটা তুলবে না।  রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘে পশ্চিমী দেশগুলির আনা প্রস্তাবের জেরে নিজেদের অবস্থানে খানিকটা ব্যাকফুটে মোদি সরকার ।

যে নথি ফাঁস হয়েছে, সেসম্পর্কে উল্লেখ করে ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে লেখা হয়েছে, রাশিয়া বনাম ইউক্রেনের মধ্যে যুদ্ধের ক্ষেত্রে ভারত অতীতে যে অবস্থান নিয়েছে, সেই অবস্থান থেকে ভবিষ্যতেও বিচ্যুত হওয়ার সম্ভাবনা নেই।  ডোভালের সঙ্গে পাতরুশেভের মুখোমুখি বৈঠক হয়েছে নাকি দুজনের মধ্যে ফোনে কথা হয়েছে, সেটা জানা যায়নি।

প্রসঙ্গত, গত রবিবার প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে, অজিত ডোভাল এবং নিকোলাই পাতরুশেভের মধ্যে কথা হয়েছে গত ফেব্রুয়ারিতে, বেঙ্গালুরুতে জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের কিছুদিন আগে।চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মস্কোয় সফর করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিনের সঙ্গেও সেইসময়ে বৈঠকও করেন তিনি।

একইসঙ্গে পাকিস্তান সরকারের অভ্যন্তরীণ নথিও মার্কিনি গুপ্তচরদের হাতে, সেই দাবিও করা হয়েছে ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এবং ইজিপ্টের ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশগুলির গোপনীয় তথ্য জানতে একই কৌশল অবলম্বন করেছে বলে জানা গিয়েছে।যদিও মার্কিন ওই প্রাত্যহিকের প্রতিবেদন সম্পর্কে, এখনো কোনও মন্তব্য করেনি  হোয়াইট হাউস।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!