- দে । শ
- এপ্রিল ২৯, ২০২৩
বাইডেন সান্নিধ্যে ইউন সুক, রুষ্ট উত্তর কোরিয়া।সামরিক তৎপরতা বাড়ানোর হুমকি দিলেন কিমের বোন ইয়ো জং
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়া সামরিক তৎপরতা বাড়াতে চলেছে। তবে সামরিক তৎপরতার প্রকৃতি কী হবে, সেসম্পর্কে মন্তব্য করেননি তিনি। কিম ইয়ো জং উত্তর কোরিয়ার একজন প্রভাবশালী রাজনীতিক। তিনি ওয়াকার্স পার্টি অব কোরিয়ার সেন্ট্রাল কমিটির ভাইস ডিপার্টমেন্ট ডিরেক্টর।
সূত্রের খবর, ওয়াশিংটন এবং সিওলের মধ্যে সম্প্রতি চুক্তি হয়েছে দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক অস্ত্র প্রতিরোধ জোরদার করতে সহযোগিতার সম্পর্কে গড়ে তোলা হবে। এরপরই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের কিম জং আনের বোন প্রভাবশালী নেত্রী কিম ইয়ো জং এবিষয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র প্রতিরোধ জোরদার করতে ওয়াশিংটন ও সিওলের মধ্যে চুক্তি সম্পাদনের পর উত্তর কোরিয়াও হাত গুটিয়ে বসে থাকবে না। আত্মরক্ষার্থেই পাল্টা সামরিক ব্যবস্থা নেবে উত্তর কোরিয়া।
কিম ইয়ো জংয়ের বক্তব্য ফলাও করে প্রচার করেছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। কিম ইয়ো জং আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে, তাতে বিপদ মারাত্মকভাবেই বাড়বে। সেকারণে এই চুক্তিকে কোনওভাবেই স্বাগত জানাচ্ছে না দক্ষিণ কোরিয়া।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন, উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেত্রে যে আগ্রাসী নীতি নিয়ে চলেছে, তা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং আনের জমানার অবসান ঘটাবে। এব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে কিম ইয়ো জং বলেন, জো বাইডেন কোনও বিবেচনা না করে দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলেছেন।
এদিকে সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের এখনই দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক অস্ত্র জুগিয়ে সহযোগিতা করার পরিকল্পনা নেই। তবে সম্প্রতি বাইডেনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বৈঠকের পরে পরিস্থিতি ফের উত্তেজক হতে শুরু করেছে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে মূ্ৰ্খ হিসেবেও আখ্যা দিয়েছেন। প্রসঙ্গত, ২০২২ সালের গোড়া থেকে এপর্যন্ত উত্তর কোরিয়া অন্তত ১০০টি মিসাইল পরীক্ষা চালিয়েছে।
❤ Support Us