- দে । শ
- এপ্রিল ১৭, ২০২৩
তাইওয়ান প্রণালীতে ফের মার্কিন নৌসেনা। মিসাইল বিধ্বংসী যুদ্ধজাহাজের টহলদারি ঘিরে ফুঁসছে চিন
তাইওয়ানকে্ কেন্দ্র করে চিনের সঙ্গে্ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে্র আরও অবনতি হল। তাইওয়ান প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যু্দ্ধজাহাজ টহল দিচ্ছে। সূত্র্রের খবর, মার্কিনি এই যুদ্ধজাহাজ মিসাইল বিধ্বংসী ক্ষমতাসম্পন্ন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য, তাইওয়ান প্রণালীতে মার্কিন যু্দ্ধজাহাজের টহলদারি রুটিনমাফিক। সম্প্রতি তাইওয়ান সংলগ্ন এলাকায় চিনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের উপস্থিতি দেখা গিয়েছে। এর জেরে চিনের সঙ্গে তাইওয়ানের তো বটেই, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে তাইওয়ান সংলগ্ন এলাকায় চিনের সামরিক মহড়া শেষ হতে না হতেই মার্কিনি যুদ্ধজাহাজের উপস্থিতি পরিস্থিতি নতুন করে ঘোরালো করে তুলেছে।
এব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য, ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে মুক্ত অঞ্চল হিসেবে গণ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়বদ্ধও। এদিকে চিন তাইওয়ান সম্পর্কে পুরনো দাবিতেই অনড়। চিনের দাবি, চিনের ভূখণ্ডের অন্তর্গত তাইওয়ান।
সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভের অধ্যক্ষ কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছেন। এরপর থেকেই চিনের সঙ্গে তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছে। প্রসঙ্গত, কেভিন ম্যাকার্থি এবং সাই ইং ওয়েনের মোলাকাতের পর বাতাবরণ উত্তপ্ত হয়েছে। এরপরই গোদের ওপর বিষফোঁড়ার মতো তাইওয়ান সংলগ্ন এলাকায় চিন সামরিক মহড়া চালায়।
গত সপ্তাহে চিনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন কম্যান্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, সেনাবাহিনীর নানা শাখার যে যৌথ মহড়া সম্পন্ন হয়েছে, তা প্রকৃত যুদ্ধের প্রস্তুতির অঙ্গ। এব্যাপারে চিনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখাটা জরুরি বলে মনে করে চিন। তাইওয়ানে বিচ্ছিন্নতাবাদী শক্তির সর্বতোভাবে বিরোধিতা করবে চিন।
অন্যদিকে, পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কম্যান্ডের তরফে পৃথক বিবৃতি দিয়ে বলা হয়েছে, তাইওয়ান ইস্যুতে কোনও বিদেশিশক্তি নাক গলালে চিনের সেনা জবাব দিতে প্রস্তুত। এদিকে বেজিংয়ের এই মনোভাবের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাইওয়ানের নাগরিকরা।
❤ Support Us