Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ফেব্রুয়ারি ১৬, ২০২২

এত গান তো বাপ্পিদার জন্যই গাইতে পেরেছি: ঊষা উত্থুপ। মিউজিক নিয়ে অনেক জ্ঞান ছিল বললেন বিক্রম ঘোষ।

আরম্ভ ওয়েব ডেস্ক
এত গান তো বাপ্পিদার জন্যই গাইতে পেরেছি: ঊষা উত্থুপ। মিউজিক নিয়ে অনেক জ্ঞান ছিল বললেন বিক্রম ঘোষ।

মঙ্গলবার সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ আর বুধবার সকালেই খবর আসে বাপ্পি লাহিড়ি প্রয়াত। ৬৯ বছর বয়সেই মারা গেলেন বাপ্পি। তাঁর হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না দেশের সঙ্গীতপ্রেমীরা । বাপ্পি লাহিড়ির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ। বলেছেন— সকালে খবরটা পাওয়ার পর নিজেকে সামলাতেই পারিনি। আমার সব গান, সব শো তো ওঁর গানেই। সেই বাপ্পি আজ চলে গেছে আমি বিশ্বাসই করতে পারছি না। ‘রম্বা হো’, ‘হরি ওম হরি’ থেকে শুরু করে সব গান। ‘কই ইয়াহা নাচে নাচে’… আমার আর কিছু বলারই নেই… আমি বাকরুদ্ধ হয়ে পড়ছি।’

বলিউডের ‘বেতাজ বাদশা’। বাপ্পি লাহিড়ী বাংলাকেও দু’হাত ভরে দিয়ে গিয়েছেন। নারী চরিত্র যে বেজায় জটিল, তা আমি অন্তত জেনেছিলাম বাপ্পিদার সুর করা গান থেকেই। উত্তমকুমারের শেষ ছবি ‘ওগো বধূ সুন্দরী’। অদ্ভুত ভাবে ছবির প্রতিটি গান জনপ্রিয়। ‘আমি একজন শান্তশিষ্ট’, ‘শুধু তুমি নয় অবলাকান্ত’, ‘এই তো জীবন’, ‘দেখো বাবু খেলা দেখো রে’, ‘নারী চরিত্র বেজায় জটিল’— কোনটা ছেড়ে কোনটা বলব?

একই কাণ্ড ঘটেছে ‘অমরসঙ্গী’, ‘গুরুদক্ষিণা’, ‘মঙ্গলদীপ’ ছবিতেও। আজও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মঞ্চ বা মাচা যেখানেই যান, নেপথ্যে বাজবেই ‘চিরদিনই তুমি যে আমার…আমরা অমরসঙ্গী।’ বুম্বাদা নিজেও সেই ছন্দে পা মেলান। গেয়ে ওঠেন নিজেও। একই ভাবে পুজো প্যান্ডেল থেকে বিয়েবাড়িতে হইহই করে বেজেছে ‘এ আমার গুরুদক্ষিণা’।
এই মানুষগুলো চলে গেলে আমরা কী নিয়ে বাঁচব বলতে পারেন? বাঙালিই বা আর কী নিয়ে গর্ব করবে বললেন সুরকার ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায় ।
বাপি লাহিড়ির মৃত্যুর খবরে শোকস্তব্ধ তলবা বাদক বিক্রম ঘোষ। স্মৃতিচারণায় বিক্রম বললেন—‘আমি কল্পনাও করতে পারছি না। কাল সন্ধ্যা মুখোপাধ্যায়, আর আজ বাপি লাহিড়ী। বাপি দার ওনার তো বয়সও হয়নি সেভাবে। সত্যিই দুর্দান্ত কাজ করেছেন। ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। খুব ভাল তবলা বাজাতেন। মিউজিক নিয়ে অনেক জ্ঞান ছিল। কিছু বলার নেই। অনেকেই ওঁনার সঙ্গে কাজ করেছেন। অনেকে অনেক কিছু শিখেছেন।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!