- দে । শ প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ১, ২০২৩
৩০ সেপ্টেম্বরের মধ্যেই আসন বণ্টনের ইঙ্গিত “ইন্ডিয়া” জোটে, মান্যতা পাচ্ছে মমতার ফরমুলা, বাংলায় কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন!

২০২৪-এর লোকসভা নির্বাচনে আসন বণ্টন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত করতে চাইছে “ইন্ডিয়া”।
মুম্বইয়ে ” ইন্ডিয়া”-র তৃতীয় বৈঠক শুরু হয়েছে। আজ শুক্রবার বিরোধী জোট “ইন্ডিয়া”-র বৈঠক শেষ হবে।
বৃহস্পতিবার মুম্বইয়ে বিরোধী দলগুলির ঘরোয়া আলোচনায় আসন সমঝোতা নিয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা যাচ্ছে।
ঠিক হয়েছে, সারা দেশের প্রতিটি লোকসভা কেন্দ্রে বিরোধী জোটের এক জন করে প্রার্থী বিজেপির বিরুদ্ধে ভোটে লড়বেন। এই ভাবেই আসন বিন্যাস করার কথা প্রাথমিক ভাবে ভাবা হয়েছে। পটনা এবং বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে প্রাথমিক ভাবে এমন আলোচনাই হয়েছিল। মুম্বইয়ে বৈঠকের প্রথম দিন এই নিয়ে ঘরোয়া ভাবে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। আর তার পরই ঠিক করা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ” ইন্ডিয়া” নেবে।
বৃহস্পতিবার মুম্বইয়ে “ইন্ডিয়া”-র বৈঠকে যোগ দেয় ২৮টি দলের ৬৩ জন প্রতিনিধি। বাংলা থেকে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, বিরোধী জোটের লোগোও ঠিক করা হবে। পাশাপাশি একটি কো-অর্ডিনেশন কমিটি তৈরি করা হতে পারে। জোটের আহ্বায়ক বা চেয়ারপার্সন নিয়োগ নিয়েও কথা হতে পারে মুম্বইয়ের বৈঠকে। ওই পদে দায়িত্ব দেওয়া হতে পারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে। আজ শুক্রবার, বৈঠকের শেষদিন এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা।
এদিকে ” ইন্ডিয়া” জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়ে প্রশ্ন তুলেছে এনডিএ শিবির। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘কেউ এমন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দাবি তোলেনি। আমাকে কেউ কিছু বলেনি। বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে, সেটা গৌণ বিষয়।’’
এদিকে “ইন্ডিয়া” জোটের সিদ্ধান্ত যদি হয়, সারা দেশে বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটের একজন করে প্রার্থী দেওয়া হবে তাহলে বাংলায় কংগ্রেস ও সিপিএম তথা বামেরা কী তৃণমূলকে সমর্থন করবে? কেরলে কী হবে? দিল্লি, পাঞ্জাবে কী হবে? সেটাই “ইন্ডিয়া” জোটের ভবিষ্যৎকে বড় প্রশ্নের মুখে ফেলে দিছে। এটা যদি হয় তাহলে বাংলায় তৃণমূল ও বিজেপি ছাড়া অন্য কোনও রাজনৈতিক দলের লোকসভা নির্বাচনে কোনও প্রতিনিধিত্ব থাকবে না। এই একের বিরুদ্ধে এক প্রার্থী, যেখানে যে শক্তিশালী সেখানে সেই দলেরই প্রার্থী দেওয়ার ফরমুলা প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। বাম,কংগ্রেস বলে আসছে, মমতা চাইছেন বাংলায় তৃণমূল-বিজেপি ছাড়া আর কোনও রাজনৈতিক দলের অস্তিত্ব না থাকুক। মমতার এই ফরমুলা কী সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধির মেনে নেবেন? তাহলে বাংলায় বাম,কংগ্রেসের ভবিষ্যৎ কী হবে? সিপিএম বাংলা,কেরলে বিজেপির বিরুদ্ধে একজন জোট প্রার্থীর ফরমুলা মানবে না। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। তাহলে কী আবার ৩০ সেপ্টেম্বরের পর থেকে বাংলায় কংগ্রেসকে সাইনবোর্ড বানিয়ে দিতে চলেছেন রাহুল গান্ধি!
❤ Support Us