শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
চিত্র: সংবাদ সংস্থা
প্রথম তিন টেস্টে স্পিনিং উইকেটে দাঁড়াতেই পারেননি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। একটু ব্যাটিং সহায়ক উইকেট পেতেই জ্বলে উঠল অসিরা। উসমান খোয়াজার দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে বড় রানের পথে অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৫৫। ১০৪ রান করে ক্রিজে রয়েছেন খোয়াজা। ক্যামেরন গ্রিন অপরাজিত রয়েছেন ৪৯ রানে। অসমাপ্ত পঞ্চম উইকেটের জুটিতে ১১৬ বলে ৮৫ রান তুলেছে দুজনে।
টস জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ষষ্ঠ ওভারেই ট্রেভিস হেডের সহজ ক্যাচ ফেলেন উইকেটকিপার শ্রীকর ভরত। শুরুতেই জীবন পেয়ে দলকে এগিয়ে নিয়ে যান ট্রেভিস হেড। উসমান খোয়াজার সঙ্গে ওপেনিং জুটিতে তোলেন ৬১ রান। আমেদাবাদের ২২ গজ শুরু থেকে যথেষ্ট ব্যাটিং সহায়ক। সেই সুযোগটাই কাজে লাগান হেড ও খোয়াজা। ১৬তম ওভারে প্রথম সাফল্য পায় ভারত। অশ্বিনের তৃতীয় বল মিড অনেক মাথার উপর দিয়ে বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন ট্রেভিস হেড। মিড অনে দাঁড়ানো জাদেজার হাতে সহজ ক্যাচ চলে যায়।
দ্বিতীয় স্পেলে বল করতে এসে নিজের দ্বিতীয় বলেই মার্নাস লাবুশেনকে (৩) তুলে নেন সামি। অফস্টাম্পের বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন লাবুশেন। মধ্যাহ্নভোজের বিরতির সময় অস্ট্রেলিয়ার রান ছিল ৭৫/২। মধ্যাহ্নভোজের বিরতির পর সতর্কভাবে দলকে এগিয়ে নিয়ে যান স্টিব স্মিথ ও উসমান খোয়াজা। বারবার বোলিং পরিবর্তন করেও এই জুটি ভাঙতে পারছিলেন না রোহিত শর্মা। দ্বিতীয় সেশনে সাফল্য আসেনি ভারতের। দারুণ ধৈর্যের পরিচয় দেন স্মিথ ও খোয়াজা। চা পানের বিরতির সময় অস্ট্রেলিয়ার রান ছিল ১৪৯/২।
চা–পানের বিরতির পরপরই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। জাদেজার বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন স্মিথ। ১৩৫ বলে তিনি করেন ৩৮। পিটার হ্যান্ডসকম্বকে (১৭) ফেরান সামি। উসমান খোয়াজার ডিফেন্স অবশ্য ভাঙতে পারেননি ভারতীয় বোলাররা। ভারত দ্বিতীয় নতুন বল নিতেই রানের গতি বেড়ে যায় অস্ট্রেলিয়ার। দারুণ জুটি গড়ে তোলেন উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন। দিনের শেষ ওভারে সামির প্রথম বল বাউন্ডারিতে পাঠিয়ে ভারতের বিরুদ্ধে জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন খোয়াজা। গ্রিনের সঙ্গে তোলেন। জীবনের ১৪ তম টেস্ট সেঞ্চুরি ভারতের মাটিতে পেয়ে গেলেন এই অসি ওপেনার।
দিনের শুরুতে মার্নাস লাবুশেন ও চা পানের বিরতির পর পিটার হ্যান্ডসকম্বকে তুলে নিয়ে ভারতকে স্বপ্ন দেখিয়েছিলেন মহম্মদ সামি। চা পানের বিরতির পর পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। চাপ কাটিয়ে অস্ট্রেলিয়াকে বড় রানের স্বপ্ন দেখাচ্ছেন উসমান খোয়াজা ও ক্যামেরন গ্রিন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34