- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ডিসেম্বর ২৩, ২০২৩
ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে অতি সঙ্কটজনক অবস্থায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রাশিদ খান
ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের এই মুহূর্তের অন্যতম সেরা শিল্পী উস্তাদ রাশিদ খান সঙ্কটজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কিছু দিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা সঙ্কটজনক। বেশ কয়েক বছর ধরে রাশিদ খান প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। সেই চিকিৎসা তাঁর চলছিল। এরই মধ্যে সম্প্রতি তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেনস্ট্রোক হয়। তার পর থেকেই শিল্পীর অবস্থার অবনতি শুরু। ৫৫ বছর বয়সি শিল্পীকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে শিল্পীর শারীরিক অবস্থার খোজঁ নেওয়ার জন্য রাশিদ খানের পুত্র আরমান খান, কন্যা সুহা খানকে ফোনে যোগাযোগ করা হলে তাঁরা কেউ ফোন ধরেননি। সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, শিল্পীর অবস্থা এখন যথেষ্টই সঙ্কটজনক। ক্যানসার এবং ব্রেনস্ট্রোক জনিত সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তিনি আইটিইউতে ভর্তি রয়েছেন।
রাশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বদায়ূঁতে। রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী রাশিদ খান। রাশিদ খান তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছে। সম্পর্কে তিনি রাশিদ খানের দাদু। রাশিদের মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন রাশিদ। আইটিসি এসআরএ-তে তিনি তালিম নিয়েছেন। রাশিদ খান মূলত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হলেও রবীন্দ্র সংগীত, ফিউশন, বলিউড এবং টলিউডের ছবিতেও গান গেয়েছেন, সেই সব গাঙ্গুলিই যথেষ্ট জনপ্রিয়। আরম্ভ-র তরফে আমরা উস্তাদ রাশিদ খানের দ্রুত আরোগ্য কামনা করছি।
❤ Support Us