- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২৮, ২০২৩
১৭ দিনে সাফল্য, সুড়ঙ্গের বাইরে এলেন আটক ৪১জনই
ঝাড়খণ্ডের বাসিন্দা বিজয় হরি সহ দুজনকে সুড়ঙ্গ থেকে প্রথম বার করা হল। পরপর সবাইকে বার করে আনার কাজ চলছে। এনডিআরএফ চারজন করে তিনটি ভাগে ভাগ হয়ে এই উদ্ধারকাজ করছেন। চিকিৎসকরা সুড়ঙ্গ থেকে শ্রমিকদের অ্যাম্বুল্যান্স করে হাসপাতালে নিয়ে যাবেন। সঙ্গে থাকবেন শ্রমিকদের পরিবারের সদস্য। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রীতিমতো বীরের সম্মান দিয়ে প্রথম বাইরে আনা শ্রমিককে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন। ১৭ দিন ধরে ৪১ জন সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকের সঙ্গে দাঁতে দাঁত চেপে উৎকন্ঠার মুহূর্ত অপেক্ষা করেছে গোটা দেশ। সেই উৎকন্ঠার অবসান হল।
এ যেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসা। শ্রমিক মুক্তির কাজ শাবল,গাইতি দিয়ে করলেন দিল্লির চার শ্রমিক। শ্রমিকের প্রাণ রক্ষায় যন্ত্র নয়,কায়িক শ্রম দিয়েই সুড়ঙ্গ থেকে বাইরে বার করে আনার রাস্তা তৈরি করলেন দিল্লির চার শ্রমিক, ঠিক যেন জন হেনরির কাহিনী।
Uttarkashi tunnel rescue | Uttarakhand CM Pushkar Singh Dhami meets the workers who have been rescued from inside the Silkyara tunnel. pic.twitter.com/8fgMiHPkAD
— ANI (@ANI) November 28, 2023
সুড়ঙ্গ থেকে ২,৪ করে সব শ্রমিককে একে একে বার করার কাজ যখন চলছে, তখন উত্তরাখণ্ডের আকাশে বাজির আলোর ঝলকানি শুরু হয়েছে। পাইপ দিয়ে খিচুড়ি, শুকনো ফল খেয়ে ১৭ দিন সুড়ঙ্গে থাকা শ্রমিকরা সুস্থ আছেন।
চিকিৎসক, অ্যাম্বুল্যান্স সব প্রস্তুত সুড়ঙ্গের মুখে। গ্রিন করিডোর করে সুড়ঙ্গ থেকে বাইরে বের করা শ্রমিকদের হাডপাতালে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। কারণ সুড়ঙ্গের মধ্যে যে তাপমাত্রায় শ্রমিকরা ছিলেন তার সঙ্গে বাইরের তাপমাত্রার প্রভেদ আছে। তাই চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
৪১ জন শ্রমিককেই সুড়ঙ্গ থেকে বার করা হয়েছে। আজই আর কিছুক্ষণের মধ্যে বাকিদের সুড়ঙ্গের বাইরে বার করে সিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুল্যান্সে করে।
❤ Support Us