- এই মুহূর্তে
- এপ্রিল ৭, ২০২২
রোজগার বাড়াতে বারবার টিকা । ৯১ বার লাইনে দাঁড়িয়ে হাতেনাতে পাকড়াও জার্মান মহিলা ।
৯০ বার করোনার টিকা নিয়ে সংক্রমণ ধরা পড়েনি! কিন্তু ৯১ তম টিকা নিতে গেলে তাঁর হাবভাব দেখে সন্দেহ হয় টিকা কর্মীদের । এত বার টিকা নেওয়ার কারণ জিজ্ঞাসা করতেই রহস্য ফাঁস । মহিলার উদ্দেশ্য ছিল, টিকা গ্রহণের শংসাপত্রের ব্যাচ নম্বর সংগ্রহ করে টিকা নিতে যাঁরা অনাগ্রহী তাঁদের কাছ থেকে পয়সা কামানো। দিব্যি চলছিল তাঁর কারবার, গতকাল থেকে পর পর দু’দিন টিকার লাইনে দাঁড়ানো অবস্থায় ধরা ফেললেন স্বাস্থ্যকর্মীরা ।
মহিলার বয়স ৬০। পূর্ব জার্মানির ম্যাগডেবার্গের বাসিন্দা । সংসারে অভাব আছে। রোজগার নেই । এ কারণেই টিকার শংসাপত্র বিক্রির কারবার শুরু করেও শেষ পর্যন্ত রক্ষা পেলেন না । দুর্নিতীর অভিযোগে এবার শাস্তি অপরিহার্য ।
❤ Support Us